Gold Price Today: পয়লা বৈশাখের আগেই ভাঙল সব রেকর্ড, ৬৬ হাজারও পার করল সোনার দাম!

Gold Price Today: দুই দিন বাদেই পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ। এই দিনে অনেকেই সোনা কেনেন। তবে সোনার যা দর, তাতে মধ্যবিত্তের পকেটে বেশ চাপ তৈরি করবে। আজ, শুক্রবারও বাড়ল সোনার দাম। তবে স্বস্তি জুগিয়ে সামান্য কমেছে রুপোর দাম।

Gold Price Today: পয়লা বৈশাখের আগেই ভাঙল সব রেকর্ড, ৬৬ হাজারও পার করল সোনার দাম!
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Apr 12, 2024 | 9:41 AM

কলকাতা: কোনও ভাবেই নাগালে আসছে না। কেবল চড়চড়িয়ে বেড়েই চলেছে সোনার দাম। মার্চে শেষভাগে সেই যে সোনার দর ঊর্ধ্বমুখী হয়েছিল, তা এপ্রিল মাসেও একই রয়েছে। দিন-প্রতিদিন বেড়েই চলেছে সোনার দাম।  দুই দিন বাদেই পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ। এই দিনে অনেকেই সোনা কেনেন। তবে সোনার যা দর, তাতে মধ্যবিত্তের পকেটে বেশ চাপ তৈরি করবে। আজ, শুক্রবারও বাড়ল সোনার দাম। তবে স্বস্তি জুগিয়ে সামান্য কমেছে রুপোর দাম। আপনার যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, ১২ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬,৬২১ টাকা।  ১০ গ্রাম সোনার দাম ৬৬ হাজার ২১০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬২ হাজার ১০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা বেশি।

  ২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২২৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ২৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ২২ হাজার ৩০০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম-

২২, ২৪ ক্যারেটের মতো ১৮ ক্যারেটের সোনার দামও আজ বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪১৭ টাকা। ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ১৭০ টাকা।

রুপোর দাম-

সোনার দাম বাড়লেও সামান্য কমেছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৪৯০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপোর দাম ৮৪,৯০০ টাকা রয়েছে।