Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Hike: ১৪ হাজার টাকা বেড়েছে সোনা! বিনিয়োগ করলে কত টাকা পেতেন জানেন?

Gold Price Today: শেয়ার বাজার যখন ক্রমাগত পড়েছে, একমাত্র সোনায় বিনিয়োগকারীরাই লাভের মুখ দেখেছে। গত ১ বছরে নিফটি ৫০-এর রিটার্নের পরিমাণ কমতে কমতে প্রায় ৪ শতাংশে ঠেকেছে। সেখানে এই একই সময়ে ৩৩ শতাংশের উপর রিটার্ন দিয়েছে ২৪ ক্যারেট সোনা।

Gold Price Hike: ১৪ হাজার টাকা বেড়েছে সোনা! বিনিয়োগ করলে কত টাকা পেতেন জানেন?
Image Credit source: Christopher Furlong/Getty Images
Follow Us:
| Updated on: Mar 18, 2025 | 12:16 AM

সবচয়ে মূল্যবান ধাতুর তালিকায় একেবারে উপরের দিকে জ্বলজ্বল করে যে নামটি, সেটি হল সোনা। আর ভারতে মধ্যবিত্তদের জন্য সোনা হল বিনিয়োগের অন্যতম মাধ্যম। আজ নয়, কয়েকশো বছর আগেও ভারতের মানুষ অর্থনৈতিক ভাবে খারাপ সময়ের মোকাবিলা করার জন্য সোনার উপর নির্ভর করত।

বর্তমানে, শেয়ার বাজার যখন ক্রমাগত পড়েছে, একমাত্র সোনায় বিনিয়োগকারীরাই লাভের মুখ দেখেছে। গত ১ বছরে নিফটি ৫০-এর রিটার্নের পরিমাণ কমতে কমতে প্রায় ৪ শতাংশে ঠেকেছে। সেখানে এই একই সময়ে ৩৩ শতাংশের উপর রিটার্ন দিয়েছে ২৪ ক্যারেট সোনা। আর তথ্য বলছে গত ১ বছরে ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় ২৩ হাজার টাকা।

২২ ক্যারেট সোনার দাম:

আজ ৫৯ টাকার বেশি বেড়েছে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম। ১ গ্রাম সোনার দাম হয়েছে প্রায় ৮ হাজার ৫৬৩ টাকা। ১০ গ্রাম সোনার দাঁড়িয়েছে প্রায় ৮৫ হাজার ৬৩১ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম:

আজ দাম বেড়েছে ২৪ ক্যারেট সোনারও। ৬৪ টাকার বেশি বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম। ১ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে প্রায় ৯ হাজার ৩৪২ টাকা। ১০ গ্রাম সোনার দাঁড়িয়েছে প্রায় ৯৩ হাজার ৪১৫ টাকা।

উল্লেখ্য, আজ দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ৯৫ হাজার ৮৯৫ টাকা। যা ভারতের মধ্যে সবচেয়ে বেশি। অন্যদিকে, পুনেতে এই দাম ৯০ হাজার ৬৭২ টাকা। যা আবার ভারতের মধ্যে সবচেয়ে কম।

১৮ ক্যারেট সোনার দাম:

অন্যদিকে, তথ্য বলছে সামান্য কমেছে ১৮ ক্যারেট সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম গতকালের তুলনায় ৯০ টাকা কমে হয়েছে প্রায় ৬৭ হাজার ২২০ টাকা। ১ গ্রামের দাম দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৭২২ টাকা।

রুপোর দাম:

আজ সামান্য হলেও দাম কমেছে রুপোর। কেজি প্রতি ১০০ টাকা দাম কমে ১ কেজি রুপোর দাম হয়েছে ১ লক্ষ ২ হাজার ৯০০ টাকা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।