গত কয়েকদিন ধরেই নীচের দিকে নামছিল সোনার বাজারদর। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশের ঘরোয়া বাজারে ক্রমাগত নিচের দিকেই নামছিল সোনালি ধাতু। অন্যদিকে সোনার তুলনায় খুব বেশি না হলেও সামান্য উপরের দিকেই ছিল রুপো। কিন্তু আজ আন্তর্জাতিক বাজারেও সোনার দাম পড়তেই দেশের বাজারেও সাধারণ মানুষের জন্য সোনা কেনা সস্তা হয়ে গেল। আজ বৃহস্পতিবার দিল্লির সোনারুপোর বাজারে প্রতি দশ গ্রাম সোনার দাম গতকালের তুলনায় আরও ১৯৬ টাকা সস্তা হয়ে গেল।
অন্যদিকে গতকাল রুপোর দাম সামান্য ২২ টাকা বৃদ্ধি পেলেও আজ সোনার পথই অনুসরণ করল রুপোলি ধাতুও। বৃহস্পতিবার রুপোর দাম অনেকটাই পড়ে গিয়ে প্রতি কিলোগ্রাম ৬৩ হাজার টাকা নিচে নেমে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকান ডলারের মূল্যবৃদ্ধির কারণে আন্তর্জাতিক স্তরে সোনার দাম নিচে নেমে যাচ্ছে। সেই সঙ্গে তারা আরও জানিয়েছেন যে আগামি কিছু সপ্তাহ পর্যন্ত সোনার দাম বাড়ার কোনও লক্ষ্মণ নেই। এই অবস্থায় ঘরোয়া বাজারে সোনার দাম পড়ে গিয়ে প্রতি দশ গ্রাম ৪৩ হাজার টাকা হয়ে যেতে পারে।
সোনার নতুন দাম (Gold Price, 9 September 2021)
বৃহস্পতিবার দিল্লির সোনারুপোর বাজারে ৯৯.৯ শতাংশ খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম ১৯৬ টাকা নেমে ৪৫,৯৫২ টাকা হয়েছে। এর আগে বুধবার সোনার বাজার বন্ধ হয়েছিল প্রতি দশ গ্রাম ৪৬১৪৮ টাকায়। অন্যদিকে গতকাল আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লেও আজ সেই দাম কমতে দেখা গিয়েছে। আজ আন্তর্জাতিক বাজারে সোনার দাম পড়ে গিয়ে আউন্স প্রতি ১৮০০ ডলারের নিচে নেমে গিয়েছে। আন্তর্জাতিক বাজার বন্ধের সময় সোনার দাম ছিল প্রতি আউন্স ১৭৯৩ ডলার।
রুপোর নতুন দাম (Silver Price, 9 September 2021)
সোনার পথ অনুসরণ করতে দেখা গেছে রুপোকেও। বৃহস্পতিবার দিল্লির বাজারে রুপোর দাম কেজি প্রতি ৮৩০ টাকা নিচে নেমে গিয়েছে। গতকালের রুপোর দাম ৬৩,৫৪৫ থেকে নেমে গিয়ে ৬২,৭১৫ টাকা হয়েছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম পড়ে গিয়ে প্রতি আউন্স ২৪.০৫ ডলার হয়েছে।
কেনও এত সস্তা হল সোনা?
আজ চলতি মাসের এখনও পর্যন্ত সবচেয়ে কম দামে বিক্রি হয়েছে সোনা। যার কারণ জানাতে গিয়ে মোতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট নভনীত দামানি জানান, বিদেশি বাজারে সোনার দাম নিয়মিত পড়ছে। সোনার দাম প্রতি আউন্স ১৮০০ ডলারের নিচে থাকা মানুষের আবেগকে দুর্বল করে। তিনি আরও জানিয়েছেন, আমেরিকান সেন্ট্রাল ব্যাঙ্ক ফেডারাল রিজার্ভের তরফে আসা বয়ানের প্রভাব আমেরিকান ডলারের উপর পড়ছে। তারই প্রভাব পড়ছে সোনা রুপোর উপরও। আরও পড়ুন: Income Tax Return: করদাতাদের জন্য বিরাট সুখবর! পিছিয়ে গেল আয়কর জমা দেওয়ার ডেডলাইন