Gold Price Today: সপ্তাহ শেষে অপরিবর্তিত রইল সোনার দাম, রুপোর দর বাড়ল কি?

Gold Price Today: গতকাল ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,১০০ টাকা। আজও একই রয়েছে সেই দাম।

Gold Price Today: সপ্তাহ শেষে অপরিবর্তিত রইল সোনার দাম, রুপোর দর বাড়ল কি?
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 11:01 AM

কলকাতা: সপ্তাহ শেষে সোনার বাজারে সামান্য় স্বস্তি। বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে একটানা কমছিল সোনার দর। কিন্তু শুক্রবার একধাক্কায় অনেকটাই বেড়েছিল সোনার দাম। আজ, সপ্তাহ শেষে শনিবার অপরিবর্তিত রইল সোনার দাম। বদল হয়নি রুপোর দামেও। গতকাল ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,১০০ টাকা। আজও একই রয়েছে সেই দাম। আপনারও যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজ বাজারদর কত, তা জেনে নিন-

১৭ জুন, শনিবার ২২ ক্যারেট সোনার দাম

২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম- ৫,৫১০ টাকা

২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম- ৪৪,০৮০ টাকা

২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ৫৫,১০০ টাকা

২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম- ৫,৫১,০০০ টাকা

১৭ জুন, শনিবার ২৪ ক্যারেট সোনার দাম

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম-৬,০১১ টাকা

২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম- ৪৮,০৮৮ টাকা

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ৬০,১১০ টাকা

২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম- ৬,০১,১০০ টাকা

১৭ জুন, শনিবার রুপোর দাম

১ গ্রাম রুপোর দাম- ৭৩.১০ টাকা

৮ গ্রাম রুপোর দাম- ৫৮৪.৮০ টাকা

১০ গ্রাম রুপোর দাম- ৭৩১ টাকা

১০০ গ্রাম রুপোর দাম- ৭,৩১০ টাকা

১ কেজি রুপোর দাম- ৭৩,১০০ টাকা

গোল্ড স্পটের দাম-

আজ বিশ্ব বাজারে সামান্য বেড়েছে স্পট গোল্ডের দাম। ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ১৯৫৭.৮৫ মার্কিন ডলার।