৬ মাসে সর্বনিম্ন সোনার দর, জানুন আজ সোনালি ধাতুর দাম কত

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Sep 30, 2021 | 3:16 PM

কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৮২৫ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৮,৬০০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৮,২৫০ টাকা এব ৪,৮২,৫০ টাকা।

৬ মাসে সর্বনিম্ন সোনার দর, জানুন আজ সোনালি ধাতুর দাম কত

Follow Us

সোনার দাম আজ সামান্য বেড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ আজ ডিসেম্বর মাসের সোনার দাম ৩৮ শতাংশ বেড়ে ৬ মাসের সর্বনিম্ন স্তর, প্রতি ১০ গ্রাম ৪৫,৯৪২ টাকার কাছাকাছি রয়েছে। অন্যদিকে রুপোর দাম ০.১৮ শতাংশ বেড়ে প্রতি কিলোগ্রামের দাম হয়েছে ৫৮,৪৯০ টাকা। গতকাল সোনা ০.৪ শতাংশ কমেছিল, অন্যদিকে রুপোর দাম ৩.৫ শতাংশ অর্থাৎ ২০০০ টাকা নেমে গিয়েছিল।
বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে, কিন্তু মার্কিন ডলারের দাম বাড়ায় সোনা সাত সপ্তাহের সর্বনিম্ন স্তরে রয়েছে। বুধবার ফিজিক্যাল সোনার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,৭২৯.৮৩ ডলার হয়েছিল। ডলার ইনডেক্সে আজ সামান্য দাম কমেছে, কিন্তু বুধবার এক বছরের উচ্চস্তরের কাছাকাছি ছিল। যার ফলে অন্যান্য মুদ্রায় কেনাবেচা হওয়ায় সোনার দাম বেড়েছে।

 

কলকাতার সোনা-রুপোর দর

বৃহস্পতিবার কলকাতায় সোনার প্রায় একই রয়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৫৫৫ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনা ৩৬,৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৪৫,৫৫০ টাকা এবং ৪,৫৫,৫০০ টাকা।
এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৮২৫ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৮,৬০০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৮,২৫০ টাকা এব ৪,৮২,৫০ টাকা।

 

শেয়ার বাজারে সোনা-রুপোর দর

বৃহস্পতিবার সোনার দাম শেয়ার বাজারে সামান্য বেড়েছে। এদিন কমোডিটির (MCX) বাজারে অক্টোবর মাসের সোনার দাম ০.১৭ শতাংশ অর্থাৎ ৭৭ টাকা বেড়ে হয়েছে ৪৫,৬৬২.০০ টাকা। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন ০.৪৮ শতাংশ বেড়ে হয়েছে ৫৮,৬৬৮ টাকা।

 

জুয়েলারি শেয়ার হালহকিকত

সোনা-রুপোর দাম বৃহস্পতিবার সামান্য বেড়েছে জুয়েলারি মার্কেটের শেয়ারেও। বৃহস্পতিবার টাইটান কোম্পানির শেয়ারের দাম ২,১৬১.৪০ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম -০.৩৫ শতাংশ বেড়ে হয়েছে ৫৮৮.৪৫ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম -০.১৭ শতাংশ কমে হয়েছে ৬৯৮.০০ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭২.৪০ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম -০.৪২ শতাংশ বেড়ে হয়েছে ৯৩১.৩৫ টাকা।

বিশ্বে সোনা-রুপোর বাজার

বিশ্ববাজারে এদিন সোনার দাম বেড়েছে। পাশাপাশি রুপোর দামও এদিন পরশু দিনের তুলনায় অনেকটাই বাড়তে দেখা গিয়েছে। এদিন বিশ্ববাজারে সোনার দাম ০.২০ শতাংশ অর্থাৎ ৩.৫৮ ডলার বেড়ে হয়েছে প্রতি আউন্স ১,৭৩২.৫১ টাকা। অন্যদিকে রুপোর দামও ০.৬১ শতাংশ অর্থাৎ ০.৩১ আউন্স বেড়ে হয়েছে ২১.৭০ ডলার প্রতি আউন্স।

সোনার মিউচুয়াল ফান্ড

বৃহস্পতিবার মিউচুয়াল ফান্ডের দাম কমতে দেখা গিয়েছে।। এদিন অ্যক্সিস গোল্ড ইটিএফ- এর দাম -০.৫৭ শতাংশ কমে হয়েছে ৩৯.৮৯ টাকা। বিড়লা গোল্ড ইটিএফ-এর দাম এদিন ছিল ৪,২২৪.০০ টাকা। গোল্ড বিইএএস (Gold BeES) দাম -০.৫০ শতাংশ কমে হয়েছে ৩৯.৮৩ টাকা হয়েছে। এছাড়াও এইচডিএফসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফ এর দাম যথাক্রমে ০.৩৪ শতাংশ এবং ০.২৪ শতাংশ কমে ৪০.৯১ টাকা ও ৪০.৯০ টাকা হয়েছে।

আরও পড়ুন: Petrol Price Today: ফের ধাক্কা! বাড়ল পেট্রোল ডিজেল, জানুন আপনার শহরের দাম

Next Article