Gold, Silver and Platinum rates: সোনা-রুপো কেনার এটাই সুবর্ণ সুযোগ, দাম বাড়ল প্ল্যাটিনামের

Gold, Silver and Platinum rates: আপনার বাড়িতে বিয়ে থাকুক বা না থাকুক, সোনার গয়না কিনতে চাইলে এটাই সুবর্ণ সুযোগ। বাজার বিশেষজ্ঞরা কিন্তু ইঙ্গিত দিয়েছেন, ২০২৪ সালের পরবর্তী অংশে অনেকটা বাড়তে পারে সোনার দাম। অপরিবর্তিত রয়েছে রুপোর দামও। তবে, বেশ কিছুটা বেড়েছে প্ল্যাটিনামের দাম।

Gold, Silver and Platinum rates: সোনা-রুপো কেনার এটাই সুবর্ণ সুযোগ, দাম বাড়ল প্ল্যাটিনামের
ফাইল চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 19, 2024 | 9:26 AM

কলকাতা: আগামী সপ্তাহে শুরু হচ্ছে বিয়ের মরশুম। তার আগে যেন সাধারণ মানুষকে কিছুটা সস্তি দিতেই গত কয়েকদিনে অনেকটা কমেতে সোনার দাম (Gold Price)। গত তিনদিন ধরে লাফিয়ে লাফিয়ে দাম কমার পর, শুক্রবর অপরিবর্তিত রয়েছে হলুদ ধাতুর দাম। আপনার বাড়িতে বিয়ে থাকুক বা না থাকুক, সোনার গয়না কিনতে চাইলে এটাই সুবর্ণ সুযোগ। বাজার বিশেষজ্ঞরা কিন্তু ইঙ্গিত দিয়েছেন, ২০২৪ সালের পরবর্তী অংশে অনেকটা বাড়তে পারে সোনার দাম। অপরিবর্তিত রয়েছে রুপোর দামও। তবে, বেশ কিছুটা বেড়েছে প্ল্যাটিনামের দাম। আপনি সোনা, রুপো বা প্ল্যাটিনামের মতো মূল্যবান ধাতুর গয়না কিনতে চান, তাহলে দোকানে যাওয়ার আগে জেনে নিন আজ কলকাতায় সোনা, রুপোর ও প্ল্যাটিনামের দর কত রয়েছে –

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ১৯ জানুয়ারি ২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫ হাজার ৭৪০ টাকা। গতকালও দাম একই ছিল। ১৫ জানুয়ারির পর থেকে প্রায় ৭৫ টাকা কমেছে ২২ ক্যারেটের সোনার দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো অপরিবর্তিত রয়েছে ২৪ ক্যারেটের সোনা দামও। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ২৬২ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৪ হাজার ৬৯৬ টাকা।

রুপোর দাম-

সোনার দামের মতো অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। ১ কেজি রুপো কিনতে আজ খরচ হবে ৭৫ হাজার ৫০০ টাকা। ১৫ জানুয়ারির পর থেকে ১৩০০ টাকা কমেছে রুপোর দাম

প্ল্য়াটিনামের দাম-

এদিন অনেকটাই বেড়েছে অপর মূল্যবান দাতু প্ল্যাটিনামের দাম। গতকাল, কলকাতায় ১ গ্রাম প্ল্যাটিনাম পাওয়া যাচ্ছিল ২ হাজার ৩৬২ টাকায়। এদিন আরও ৭৬ টাকা দাম বেড়ে, ১ গ্রাম প্ল্যাটিনামের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৮ টাকা। আর ৮ কেজি প্ল্যাটিনামের দাম ৬০৮ টাকা বেড়ে হয়েছে ১৯,৫০৪ টাকা।