AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card: জন্মের প্রমাণপত্র হিসাবে কী আর কোথাও ব্যবহার হবে না আধার কার্ড? কী কাজে ব্যবহার হবে?

UIDAI বলেছে যে, আধার কার্ডকে পরিচয়পত্র এবং আবাসিক শংসাপত্র হিসাবে ব্যবহার করা উচিত। এটি জন্ম শংসাপত্র হিসাবে ব্যবহার করা উচিত নয়। আধার হল একটি ১২ সংখ্যার অনন্য পরিচয়পত্র। এটি ভারত সরকার জারি করেছে। নাগরিক পরিচয় এবং স্থায়ী বসবাসের প্রমাণ হিসাবে এটি সারা দেশে বৈধ।

Aadhaar Card: জন্মের প্রমাণপত্র হিসাবে কী আর কোথাও ব্যবহার হবে না আধার কার্ড? কী কাজে ব্যবহার হবে?
প্রতীকী ছবি।
| Updated on: Jan 19, 2024 | 2:20 PM
Share

নয়া দিল্লি: জন্ম তারিখ আপডেট বা সংশোধন করার জন্য আধার কার্ড বৈধ হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে EPFO। যার ফলে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছে যে, আধার কার্ড অকেজো হয়ে যাবে কি না? না, আধার কার্ড বৈধ নথির তালিকা থেকে বাদ যাচ্ছে না। কেবল জন্ম শংসাপত্র হিসাবে ব্যবহৃত হবে না। অন্য প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে। UIDAI-এর তরফেও এই বিষয়ে জানানো হয়েছে।

তথ্য দিয়েছে UIDAI

UIDAI বলেছে যে, আধার কার্ডকে পরিচয়পত্র এবং আবাসিক শংসাপত্র হিসাবে ব্যবহার করা উচিত। এটি জন্ম শংসাপত্র হিসাবে ব্যবহার করা উচিত নয়। আধার হল একটি ১২ সংখ্যার অনন্য পরিচয়পত্র। এটি ভারত সরকার জারি করেছে। নাগরিক পরিচয় এবং স্থায়ী বসবাসের প্রমাণ হিসাবে এটি সারা দেশে বৈধ। তবে আধার তৈরির সময় তাদের বিভিন্ন নথি অনুযায়ী জন্ম তারিখ দেওয়া হয়। তাই এটাকে জন্ম শংসাপত্রের বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়।

কীভাবে জন্ম তারিখের প্রমাণ হবে?

EPFO-এর মতে, জন্ম শংসাপত্রের সাহায্যে জন্ম তারিখের প্রমাণ করা যেতে পারে। এছাড়া কোনও সরকারি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মার্কশিট এবং স্কুল ছেড়ে যাওয়ার শংসাপত্র বা স্কুল স্থানান্তরের শংসাপত্রও এই উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া সিভিল সার্জনের দেওয়া মেডিকেল সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান নম্বর, সরকারি পেনশন এবং মেডিক্লেম সার্টিফিকেট এবং আবাসিক শংসাপত্র ব্যবহার করা যেতে পারে।

এসব কাজে আধার কার্ড ব্যবহার করা হবে

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এখনও আধার কার্ড প্রয়োজন। পাসপোর্ট পেতে আধার কার্ড একটি পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হয়। আধার কার্ড ছাড়া বর্তমানে গ্যাস ভর্তুকি পাওয়া যাচ্ছে না। মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে উঠেছে। এখন প্রধানমন্ত্রী জন-ধন যোজনার অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে শুধুমাত্র আধার কার্ড প্রয়োজন।