Gold Price Today: বিয়ের মরশুমে ফের সস্তা হল সোনা, জানুন কত কমল রুপোলি ধাতুর দাম

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Dec 09, 2021 | 10:34 PM

Gold Price Today: কলকাতায় সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৮,৬৫০ টাকা। অন্যদিকে রুপোর দাম প্রতি কেজি ৬১,৬০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশের অর্থনৈতিক রাজধানী বলে পরিচিত মুম্বইতে সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৭,৭৭৪ টাকা। অন্যদিকে রুপোর দাম প্রতি কেজি ৬১,২১৯ টাকা।

Gold Price Today: বিয়ের মরশুমে ফের সস্তা হল সোনা, জানুন কত কমল রুপোলি ধাতুর দাম
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: রাজধানী দিল্লিতে আজ সোনার দাম ৬টাকা কমে প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪৭,১৫৬ টাকা। HDFC সিকিউরিটিজের অনুযায়ী, এর কারণ গ্লোবাল ইন্ডিকেটর। গতকাল বাজার বন্ধের সময় ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭,১৬২ টাকা। অন্যদিকে আজ রুপোর দামও ১৫৮ টাকা কমে প্রতি কেজির দাম হয়েছে ৬০,২৩০ টাকা। গতকাল রুপোর দাম ছিল প্রতি কেজি ৬০,৩৮৮ টাকা।

HDFC সিকিউরিটিজের সিনিয়র বিশ্লেষক তপন প্যাটেল বলেছেন, দিল্লিতে টাকার দাম কম হওয়া সত্ত্বেও ২৪ ক্যারেট সোনার স্পট গোল্ডের দাম মাত্র ৬ টাকা কমেছে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে হয়েছে ১৭.৮৬ ডলার প্রতি আউন্স, অন্যদিকে রুপোরা দাম সামান্য কমে হয়েছে প্রতি আউন্স ২২.৩৩ ডলার। তপন প্যাটেল আগে আরও বলেন, বৃহস্পতিবার সোনার দাম সামান্য বেড়ে কমেক্সে স্পট গোল্ডের দামের সঙ্গে প্রতি আউন্স ১,৭৮৬ ডলারে ব্যবসা করছে।

ফিউচার ট্রেডে সোনার দাম বৃহস্পতিবার ৬ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪৮,০৬১ টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ডিসেম্বর মাসের সোনার দাম ৬ টাকা বা ০.০১ শতাংশ বেড়েছে। এই দাম ৮,৭৬০ লটের বিজনেস টার্নওভারের জন্য।

কলকাতা মুম্বইতে সোনার দাম

অন্যদিকে ফিউচার ট্রেডে সোনার দাম ২৪৩ টাকা কমে প্রতি কেজির দাম হয়েছে ৬১,৩৮০ টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ডিসেম্বর রুপোর দাম ০.৩৯ শতাংশ অর্থাৎ ২৪৩ টাকা কমে প্রতি কেজির দাম হয়েছে ৬১,৩৮০ টাকা। এই দাম ১৩,৫৪০ লটের বিজনেস টার্নওভারের জন্য।

অন্যদিকে কলকাতায় সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৮,৬৫০ টাকা। অন্যদিকে রুপোর দাম প্রতি কেজি ৬১,৬০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশের অর্থনৈতিক রাজধানী বলে পরিচিত মুম্বইতে সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৭,৭৭৪ টাকা। অন্যদিকে রুপোর দাম প্রতি কেজি ৬১,২১৯ টাকা।

আপনাদের জানিয়ে দিই, আগামী দু মাসে সোনার দামে অস্থিরতা দেখা দেওয়ার সম্ভবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপর কড়া নজর রেখে দেশে বিদেশের বিধিনিষেধের ফলে সোনার দামে কী প্রতিক্রিয়া হয়, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।

আরও পড়ুন: Petrol Price Today: লাগাতার ৩৬ দিন অপরিবর্তিত রইল পেট্রোল ডিজেলের দাম

Next Article