সরকার পেট্রোলে মেশানোর জন্য ইথেনালের দাম বাড়াল, উদ্দেশ্য তেলের আমদানি কম করা

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Nov 10, 2021 | 8:54 PM

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শশিকান্ত দাস সরকারের পেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটি কম করার এই সিদ্ধান্তে বলেছেন, কেন্দ্র সরকারের সম্প্রতিক এক্সাইজ ডিউটি কম করার সিদ্ধান্ত মুল্যবৃদ্ধির জন্য পজিটিভ দিক। তিনি বলেছেন, খাদ্যের মুল্যবৃদ্ধি এখন নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু কোর মুল্যবৃদ্ধি বাড়া এখনও বজায় রয়েছে।

সরকার পেট্রোলে মেশানোর জন্য ইথেনালের দাম বাড়াল, উদ্দেশ্য তেলের আমদানি কম করা
ফাইল চিত্র

Follow Us

সরকার বুধবার পেট্রোলে মেশানোর জন্য আখ থেকে নির্গত ইথেনালের দাম ১.৪৭ পয়সা প্রতি লিটার বাড়িয়ে দিয়েছে। এই দাম ডিসেম্বর থেকে শুরু হতে চলা ২০২১-২২ বানিজ্যিক বছরের জন্য বাড়ানো হয়েছে। সরকারের বক্তব্য পেট্রোলে ইথেনাল বেশি মেশানোয় তেলের আমদানির বিল কম হবে আর এতে আখ চাষীদের পাশাপাশি চিনি কলগুলিরও ফায়দা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর্থিক বিষয়ে ক্যাবিনেট কমেটি (CCEA) আখের রস থেকে নির্গত ইথেনালের দাম বর্তমান ৬২.৬৫ টাকা প্রতি লিটার থেকে বাড়িয়ে ৬৩.৪৫ টাকা প্রতি লিটার করে দিয়েছে। এই দাম ডিসেম্বর ২০২১ থেকে শুরু হতে চলা সরবরাহ বছর থেকে বাড়ানো হয়েছে।

কোম্পানিগুলি সরকার দ্বারা নির্ধারিত দামে কেনে ইথেনাল

C-হেভি molasses থেকে ইথেনালের দাম বর্তমানে ৪৫.৬৯ টাকা প্রতি লিটার থেকে বাড়িয়ে ৪৬.৬৬ টাকা প্রতি লিটার করে দেওয়া হয়েছে। অন্যদিকে বি-হেভি থেকে ইথেনালের দাম ৫৭.৬১ টাকা প্রতি লিটার থেকে বাড়িয়ে ৫৯.০৮ টাকা করে দেওয়া হয়েছে। সূচনা এবং প্রসারণ মন্ত্রী অনুরাগ ঠাকুর একটি প্রেস কনফারেন্সে এই তথ্য দিয়েছেন। তেল মার্কেটিং কোম্পানিগুলি সরকার দ্বারা নির্ধারিত দামে ইথেনাল কেনে।
অনুরাগ ঠাকুর বলেছেন, ইথেনালকে পেট্রোলের সঙ্গে মেশানোর পরিসংখ্যান ২০২১-২২ মার্কেটিং ইয়ার (ডিসেম্বর-জানুয়ারি)-তে ৮ শতাংশে পৌঁছে গিয়েছে। আর আগামী বছর এটির ১০ শতাংশে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। ভারতের ২০২৫ পর্যন্ত ইথেনালকে পেট্রোলে মেশানোর পরিসংখ্যান বাড়িয়ে ২০ শতাংশে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে।

RBI গভর্নর করেছেন এক্সাইজ ডিউটি কম করার প্রশংসা

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শশিকান্ত দাস সরকারের পেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটি কম করার এই সিদ্ধান্তে বলেছেন, কেন্দ্র সরকারের সম্প্রতিক এক্সাইজ ডিউটি কম করার সিদ্ধান্ত মুল্যবৃদ্ধির জন্য পজিটিভ দিক। তিনি বলেছেন, খাদ্যের মুল্যবৃদ্ধি এখন নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু কোর মুল্যবৃদ্ধি বাড়া এখনও বজায় রয়েছে।
এর পাশাপাশি সরকার বুধবার কটন কর্পোরেশন অব ইন্ডিয়া (CCI)-কে ১৭,৪০৮.৮৫ কোটি টাকার কমিটেড প্রাইস সাপোর্টের মঞ্জুরীও দিয়ে দিয়েছে। এই সাপোর্ট ২০১৪-১৫ থেকে ২০২০-২১ এর মধ্যে সাতটি মরশুমের জন্য দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আর্থিক বিষয়ের উপর ক্যাবিনেট কমিটিতে নেওয়া হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: Petrol Price Today: ছট পুজোর দিন কি বাড়ল পেট্রোল ডিজেলের দাম, দেখে নিন

Next Article