Sukanya Samriddhi Scheme: সুকন্যা সমৃদ্ধিতে মজল বাংলা? কী বলছে জুন মাসের তথ্য

২০২৩ সালের জুন মাসে কোন রাজ্যে কত অ্যাকাউন্ট খোলা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে। সেই তালিকায় কোন রাজ্য রয়েছে সবার প্রথমে?

Sukanya Samriddhi Scheme: সুকন্যা সমৃদ্ধিতে মজল বাংলা? কী বলছে জুন মাসের তথ্য
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 7:30 AM

নয়াদিল্লি: সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। বেটি বাঁচাও বেটি পড়াও উদ্যোগের অধীনে ছোট মেয়েদের জন্য এই প্রকল্প এনেছিল কেন্দ্র। ১০ বছর বা তার থেকে বয়সে ছোট কন্যা সন্তানের অভিভাবকরা এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিমের অধীনে সুদের হার যেমন বেশি, তেমনই কর ছাড়ের সুযোগও রয়েছে।

অ্যাকাউন্ট খোলার শর্তাবলী-

  • কন্যা সন্তানের পিতা-মাতা বা আইনি অভিভাবক খুলতে পারবেন অ্যাকাউন্ট
  • অ্যাকাউন্ট খোলার সময় কন্যা সন্তানের বয়স হতে হবে ১০ বছর বা তার কম
  • এক জন কন্যা সন্তানের জন্য একটি অ্যাকাউন্ট খোলা যাবে
  • কোনও পরিবার ২টির বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন না সুকন্যা সমৃদ্ধি স্কিমের অধীনে

এই স্কিম চালু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন রাজ্যেই খোলা হচ্ছে অ্যাকাউন্ট। জুন মাসেও দেশের বিভিন্ন রাজ্যে হাজার হাজার অ্যাকাউন্ট খোলা হয়েছে। পোস্ট অফিসের ওয়েবসাইটে তার বিস্তারিত তথ্যও প্রকাশিত হয়েছে। আসুন এক নজরে দেখে নিই, ২০২৩ সালের জুন মাসে কোন রাজ্যে কত অ্যাকাউন্ট খোলা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে। সেই তালিকায় কোন রাজ্য রয়েছে সবার প্রথমে?

জুন মাসে পশ্চিমবঙ্গে সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে খোলা হয়েছে ১১ হাজার ৭১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই খাতে জমা পড়েছে ১ কোটি ১৮ লক্ষ ৬৫ হাজার ৫০ টাকা। তবে জুন মাসে অ্যাকাউন্ট খোলার নিরিখে শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ। সে রাজ্যে ২৯ হাজার ২১৪টি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই তালিকায় উত্তর প্রদেশের পরই রয়েছে মহারাষ্ট্র। সেখানে ২২ হাজার ৭৫৫টি অ্যাকাউন্ট খুলেছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে ২২ হাজার ৫১৯টি অ্যাকাউন্ট খোলা হয়েছে। সে সব অ্যাকাউন্টে জমা হওয়ার টাকার নিরিখে সবার আগে রয়েছে দক্ষিণ ভারতের এই রাজ্য। ৪ কোটি ৭৭ লক্ষ ৮১ হাজার ৭৫০ টাকা জমা হয়েছে তামিলনাড়ুর সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টগুলিতে। এর পর রয়েছে অসম। উত্তর-পূর্বের এই রাজ্যে ১৯ হাজার ৮৬৯টি অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিহারে ১৪ হাজার ৮৬৯টি অ্যাকাউন্ট খুলেছে জুন মাসে। রাজস্থানে ১২ হাজার ২৭১। কর্নাটকে সংখ্যাটা ১১ হাজার ৫৪৯। মধ্য প্রদেশে ১১ হাজার ১৭৬। তালিকায় এর পর রয়েছে তেলঙ্গানা, ছত্তীসগঢ়, গুজরাত, হরিয়ানা, কেরল, পঞ্জাব, ঝাড়খণ্ড, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর।