Aadhar enrollment: কীভাবে আধার সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন? জেনে নিন

Aadhaar Card: ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে ১২ সংখ্যার আধার নম্বর ভীষণই গুরুত্বপূর্ণ। তবে প্রয়োজনে অনেকের আধার কার্ডেই নাম, ঠিকানা, ফোন নম্বর বা জন্মতারিখ পরিবর্তনের দরকার হয়।

Aadhar enrollment: কীভাবে আধার সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন? জেনে নিন
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2022 | 5:06 PM

নয়া দিল্লি: বর্তমানে আধার কার্ডের ব্যবহার সর্বত্র। ব্যাঙ্কে থেকে শুরু করে কোনও সরকারি পরিষেবা বা পরিচয় পত্র হিসেবে আধার কার্ডই প্রাধান্য পেয়ে থাকে। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে ১২ সংখ্যার আধার নম্বর ভীষণই গুরুত্বপূর্ণ। তবে প্রয়োজনে অনেকের আধার কার্ডেই নাম, ঠিকানা, ফোন নম্বর বা জন্মতারিখ পরিবর্তনের দরকার হয়। সেক্ষেত্রে আপনাকে আধার সেবা কেন্দ্রের দ্বারস্থ হতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া সারাদেশ জুড়ে এমনই কিছু আধার সেবা কেন্দ্র চালায়। নিজের আধার কার্ডে সেবা কেন্দ্রের মাধ্যমে কোনও পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। তাই আধার কার্ডের আবেদন হোক বা কোনও সংশোধন, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আপনি, জেনে নিন

অ্যাপয়েন্টমেন্ট বুক করা পদ্ধতি

১. প্রথমেই আপনাকে https://uidai.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।

২. সেখানে গিয়ে ‘মাই আধার’-র নিচে ‘বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট’ এ ক্লিক করুন

৩. এবার আপনার পছন্দমতো আধার সেবা কেন্দ্র নির্বাচন করুন।

৪. নিজের শহর/এলাকা নির্বাচন করুন

৫. এবার ‘বুক অ্যাপয়েন্টমেন্ট’ এ ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিন

৬. মোবাইল নম্বরে আসা ওটিপি দিন।

৭. এবার কোন শহর, রাজ্যের আধার সেবা কেন্দ্র আপনি যেতে চান সেটা নির্বাচন করুন।

৮. এবার নাম ঠিকানার প্রমাণসহ বিস্তারিত বিবরণ দিন।

৯. এবার পছন্দমতো সময় ও দিন নির্বাচন করুন। এরপরই আপানার ফোনে একটি মেসেজের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে বিস্তারিত বিবরণ আসেবে।

কী কী নথিপত্র প্রয়োজন?

ছবিসহ পরিচয়ের আসল প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, জন্মের প্রমাণপত্র। আপনার কাছে যদি এমন কোনও নথি থাকে যাতে সবকটির উল্লেখ রয়েছে, তবে ওই একটি নথিতেই কাজ হয়ে যাবে।

আধার পরিষেবার জন্য কেমন চার্জ লাগে?

১. আধারে নাম নথিভুক্তকরণ- বিনামূল্যে

২. ৫ থেকে ১৫ বছর বয়সীদের বায়োমেট্রিক আপডেট: বিনামূল্যে

৩. বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক আপডেট: ১০০ টাকা

৪. বাসিন্দাদের ডেমোগ্রাফিক আপডেট: ৫০ টাকা

৫. আধার কার্ড ডাউনলোড এবং কালার প্রিন্ট: ৩০ টাকা

আরও পড়ুন- Republic Day Tableau : বিশ্লেষণ : প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো ঘিরে কেন্দ্র-রাজ্য তরজা! কীভাবে হয় এই ট্যাবলো নির্বাচন?