Indian Railway: ট্রেনে চেপে দূরে কোথাও ঘুরতে যাবেন? মোবাইলেই টিকিট বুকিং থেকে যাবতীয় কাজ সেরে নিন এই সহজ পদ্ধতিতে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 13, 2023 | 8:11 AM

E-Ticket: ভারতীয় রেলের যাবতীয় পরিষেবাই বর্তমানে অনলাইন মাধ্যমে পাওয়া যায়। দূরের কোথাও যাতায়াতের জন্য এখন মোবাইলের এক ক্লিকেই টিকিট বুক করে নেওয়া যায়।

Indian Railway: ট্রেনে চেপে দূরে কোথাও ঘুরতে যাবেন? মোবাইলেই টিকিট বুকিং থেকে যাবতীয় কাজ সেরে নিন এই সহজ পদ্ধতিতে
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন ট্রেনে। দূরের গন্তব্যে যাতায়াতের জন্য দূরপাল্লার ট্রেনেরই উপরে ভরসা রাখেন দেশের নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণির মানুষ। বর্তমান ডিজিটাল যুগে সব কাজই ডিজিটাল মাধ্যমেই হয়। ব্যতিক্রম নয় রেল পরিষেবাও। ভারতীয় রেলের যাবতীয় পরিষেবাই বর্তমানে অনলাইন মাধ্যমে পাওয়া যায়। দূরের কোথাও যাতায়াতের জন্য এখন মোবাইলের এক ক্লিকেই টিকিট বুক করে নেওয়া যায়। ট্রেনে খাবারের ব্যবস্থাও একইভাবে সহজ করা হয়েছে। আইআরসিটিসির মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনেই খাবার বুক করে নেওয়া যায়।

কীভাবে অনলাইনে টিকিট কাটবেন?  

  • প্রথমেই আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট rctc.co.in – এ লগ ইন করতে হবে। আপনি যদি আগে থেকেই আইআরসিটিসির ব্যবহারকারী হন, তবে ইউজর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। নতুন গ্রাহকের ক্ষেত্রে আগে লগ ইন করে রেজিস্টার করতে হবে।
  • এবার আইআরসিটিসির হোমপেজে গিয়ে ট্রেন টিকিটিং অপশনের অধীনে প্ল্যান মাই বুকিং অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার ভ্রমণের দিন, ট্রেন ও কোন স্টেশন থেকে উঠবেন, তা সিলেক্ট করতে হবে।
  •  এবার পছন্দের ট্রেন বেছে নিন। এরপরে প্যাসেঞ্জার ডিটেইল অপশনে ক্লিক করুন। কতজন যাচ্ছেন, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পূরণ করুন।
  • এবার রিভিউ জার্নি অপশনে ক্লিক করে যাবতীয় তথ্য় চেক করে এবার সাবমিট করুন।
  • শেষ ধাপে প্রসিড টু পে অপশনে ক্লিক করুন।

কীভাবে টিকিট ডাউনলোড করবেন?

  • প্রথমে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট irctc.co.in- এ লগ ইন করুন।
  • এবার ওটিপি অপশনে গিয়ে নাম, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগ ইন করুন।
  • বুকড টিকিট হিস্ট্রি পেজে গিয়ে ট্রেনের পিএনআর নম্বর দিন।
  • এবার প্রিন্ট ই-টিকিট অপশনে ক্লিক করুন এবং পিডিএফ ফাইলটি সেভ করুন।
Next Article