Indian Railway: ট্রেনে চেপে দূরে কোথাও ঘুরতে যাবেন? মোবাইলেই টিকিট বুকিং থেকে যাবতীয় কাজ সেরে নিন এই সহজ পদ্ধতিতে
E-Ticket: ভারতীয় রেলের যাবতীয় পরিষেবাই বর্তমানে অনলাইন মাধ্যমে পাওয়া যায়। দূরের কোথাও যাতায়াতের জন্য এখন মোবাইলের এক ক্লিকেই টিকিট বুক করে নেওয়া যায়।
ফাইল চিত্র
Follow Us
নয়া দিল্লি: প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন ট্রেনে। দূরের গন্তব্যে যাতায়াতের জন্য দূরপাল্লার ট্রেনেরই উপরে ভরসা রাখেন দেশের নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণির মানুষ। বর্তমান ডিজিটাল যুগে সব কাজই ডিজিটাল মাধ্যমেই হয়। ব্যতিক্রম নয় রেল পরিষেবাও। ভারতীয় রেলের যাবতীয় পরিষেবাই বর্তমানে অনলাইন মাধ্যমে পাওয়া যায়। দূরের কোথাও যাতায়াতের জন্য এখন মোবাইলের এক ক্লিকেই টিকিট বুক করে নেওয়া যায়। ট্রেনে খাবারের ব্যবস্থাও একইভাবে সহজ করা হয়েছে। আইআরসিটিসির মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনেই খাবার বুক করে নেওয়া যায়।
কীভাবে অনলাইনে টিকিট কাটবেন?
প্রথমেই আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট rctc.co.in – এ লগ ইন করতে হবে। আপনি যদি আগে থেকেই আইআরসিটিসির ব্যবহারকারী হন, তবে ইউজর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। নতুন গ্রাহকের ক্ষেত্রে আগে লগ ইন করে রেজিস্টার করতে হবে।