Career in Share Market: শেয়ার বাজারে কেরিয়ার গড়তে চান? মাসে আয় কত?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 21, 2023 | 8:38 AM

Career in Share Market: একজন ট্রেডার হতে পারেন, বা একজন ফান্ড ম্যানেজার হতে পারেন, হতে পারেন ব্রোকারও। মাসে হাজার থেকে লাখ টাকা পর্যন্তও করতে পারেন আয়।

Career in Share Market: শেয়ার বাজারে কেরিয়ার গড়তে চান? মাসে আয় কত?
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বাড়তি আয়ের খোঁজ মানেই এখন অনেকেই ঝুঁকছেন শেয়ার মার্কেটের দিকে। বিনিয়োগ বাড়ছে মিউচুয়াল ফান্ডেও (Mutual Fund)। কিন্তু, বর্তমানে অনেকেই আবার শেয়ার মার্কেটকে (Investment in Share Market) বেছে নিচ্ছেন পাকাপাকি পেশা হিসাবে। অনলাইনেও চলছে একাধিক কোর্স। এখন শেয়ার বাজার থেকে কেরিয়ার গড়তে অনেক উপায় আছে। চাইলে আপনি একজন বিনিয়োগকারী হিসাবে থেকে যেতে পারেন। একজন ট্রেডার হতে পারেন, বা একজন ফান্ড ম্যানেজার হতে পারেন, হতে পারেন ব্রোকারও। মাসে হাজার থেকে লাখ টাকা পর্যন্তও করতে পারেন আয়। 

একজন বিনিয়োগকারী সাধারণত অল্প সময়ে বা দীর্ঘ সময়ে বিনিয়োগের মধ্য দিয়ে শেয়ার মার্কেট থেকে ঘরে লাভ তুলতে চান। বিনিয়োগকারীরা বিভিন্ন ধরনের শেয়ার, বন্ড, এবং অন্যান্য আর্থিক সম্পদগু যেমন আইপিও-সহ নানা জায়গায় বিনিয়োগ করতে পারেন। 

অন্যদিকে একজন ট্রেডার সর্বদাই ঘুরে বেড়ান শেয়ার বাজারের অলিগলিতে। কেনা-বেচা চলতে থাকে প্রতি মুহূর্তে। ট্রেডাররা শেয়ারের দামের ওঠানামার সুযোগ নিয়ে ঘরে তোলেন লাভ। ট্রেডাররা দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উভয় ধরনের বিনিয়োগই আবার করে থাকেন। নজর থাকে ইন্ট্রাডে ট্রেডিংয়েও। 

অন্যদিকে একজন ফান্ড ম্যানেজার আবার অন্য বিনিয়োগকারীদের অর্থ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন। ফান্ড ম্যানেজাররা বিভিন্ন ধরনের ফান্ড পরিচালনা করেন। তালিকায় থাকে স্টক ফান্ড, বন্ড ফান্ড, এবং মিক্সড অ্যাসেট ফান্ড।  পাশাপাশি ব্রোকারেজ সংস্থাগুলি আবার মাস মাইনেতে অনেক স্টক ব্রোকার নিয়োগ করে থাকেন। 

তবে এ ক্ষেত্রে মনে রাখা ভাল, শেয়ার বাজারে কেরিয়ার গড়তে হলে অবশ্যই শেয়ার বাজার সম্পর্কে ভালভাবে জানতে হবে। দেশ কালের খবর রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের বিনিয়োগ সম্পর্কেও বিশদে জানতে হবে। বাড়তি জ্ঞানের জন্য পড়তে পারেন বিভিন্ন ধরনের শেয়ার সংক্রান্ত বই।

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য।  উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।

Next Article