Pan Card: Pan Card হারিয়ে গিয়েছে? ধাপে ধাপে ডাউনলোড করুন ই-প্যান

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 21, 2022 | 9:45 AM

Pan Card: ই-প্যান কার্ড সেই সব করদাতাদের জন্যই প্রযোজ্য যাদের কাছে আধার কার্ড রয়েছে।

Pan Card: Pan Card হারিয়ে গিয়েছে? ধাপে ধাপে ডাউনলোড করুন ই-প্যান
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: PAN অথবা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর ১০ সংখ্যার একটি সংখ্যা যা ভারতের আয়কর বিভাগের পক্ষ থেকে সকলকে দেওয়া হয়েছে। প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ন নথি, আয়কর দেওয়ার পাশাপাশি পরিচয়পত্র হিসেবেও প্যান কার্ডের গুরুত্ব অপরিসীম। প্যান কার্ডের পরিষেবা অনেকটাই সহজতর করে সরকা। ই-প্যান কার্ড সেই সব করদাতাদের জন্যই প্রযোজ্য যাদের কাছে আধার কার্ড রয়েছে। যদি কেউ প্যান কার্ড হারিয়ে ফেলেন, তবে নতুন প্যানের জন্য আবেদন না করে সহজেই ই-প্যান ডাউনলোড করে কাজ চালাতে পারেন। কীভাবে ডাউনলোড করবেন ই-প্যান এক নজরে দেখে যাক…

ই-প্যান ডাউনলোডের পদ্ধতি

  1. প্রথমেই onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html ওয়েবসাইটে যেতে হবে।
  2. সেখানে নতুন করে ২ টি উইন্ডো খুলে যাবে। একটি Acknowledgement Number এবং অন্যটি PAN
  3. আপনি যদি ই-প্যান ডাউনলোড করতে চান তবে PAN অপশনে ক্লিক করুন।
  4. এবার নিজের ১০ সংখ্যার প্যান নম্বর দাখিল করুন।
  5. এবার নিজের আধার নম্বর এবং জন্মতারিখ এবং জিএসএনল দাখিল করুন।
  6. যাবতীয় নির্দেশ পড়ে নিচের বক্সে টিক দিন।
  7. এবার ভ্যালিড ক্যাপচা কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
  8. আপনার প্যান কার্ডের পিডিএফ স্ক্রিনে দেখাবে। এবার ‘download pdf’ অপশনে ক্লিক করলে প্যান ডাউনলোড হয়ে যাবে।
Next Article