Indian Share Market: লোকসভায় বিজেপি হারলে কী হবে শেয়ার মার্কেটে, বড় পূর্বাভাস

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 01, 2023 | 8:22 PM

Indian Share Market: Jefferies LLC -র তরফে বলা হয়েছে, মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতা ধরে রাখতে না পারলে আগামী বছর ভারতীয় শেয়ার মার্কেটে ২৫ শতাংশ পর্যন্ত ধস নামতে পারে। Business Standard BFSI Summit 2023 এর মঞ্চে সম্প্রতি এই পূর্বাভাসই দিয়েছেন চেরিস।

Indian Share Market: লোকসভায় বিজেপি হারলে কী হবে শেয়ার মার্কেটে, বড় পূর্বাভাস
প্রতীকী ছবি
Image Credit source: TV-9 Bangla

Follow Us

নয়া দিল্লি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটের সলতে পাকানোর কাজ। শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে কমবেশি প্রতিটা রাজনৈতিক দলই। এদিকে এবছরই আবার পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। তাই লোকসভা ভোটের সেমি ফাইনালে নামতে এখন থেকেই কোমর বাঁধতে শুরু করেছেন রাজনীতির কারবারিরা। কিন্তু, লোকসভা ভোটে যদি মোদী সরকার পুনরায় ক্ষমতায় আসতে না পারে তাহলে বড় প্রভাব পড়তে পারে শেয়ার বাজারে। নামতে পারে বড় ধস, এমনই মনে করছেন Jefferies LLC-এর বাজার বিশেষজ্ঞ চেরিস উড। তাতেই উদ্বেগের বাতাবরণ দালাল স্ট্রিটে। 

Jefferies LLC -র তরফে বলা হয়েছে, মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতা ধরে রাখতে না পারলে আগামী বছর ভারতীয় শেয়ার মার্কেটে ২৫ শতাংশ পর্যন্ত ধস নামতে পারে। Business Standard BFSI Summit 2023 এর মঞ্চে সম্প্রতি এই পূর্বাভাসই দিয়েছেন চেরিস। একইসঙ্গে বর্তমান সরকার যেভাবে বেশ কিছু নিত্যনতুন কর্মসূচি নিচ্ছে তার এদিন প্রশংসা করেন চেরিস। বলেন, গোটা বিশ্বের মধ্যে ভারতের উন্নতি সকলের নজর কাড়ছে। বিশেষত এশিয়ার মধ্যে। 

প্রসঙ্গত, ব্লুমবার্গের রিপোর্ট বলছে, ২০০৪ সালের মে মাসেও কার্যত একই ছবির প্রতিচ্ছবি দেখতে পাওয়া গিয়েছিল দালাল স্ট্রিটে। সেইবার লোকসভা নির্বাচনে পদ্ম শিবির হার মানলে বড় ধস দেখা গিয়েছিল শেয়ার মার্কেটে। প্রায় ২ দিনের বেশি সময় ধরে ২০ শতাংশের বেশি ধস নেমেছিল। যদিও স্থিতাবস্তা ফিরতেই শীঘ্রই আবার বাড়তে দেখা গিয়েছিল একাধিক ধসে যাওয়া স্টকের দাম। তবে ভারতীয় অর্থনীতির শ্রীবৃদ্ধিতে যে আগামী বিদেশী বিনিয়োগের বড় ছাপ থাকবে এদিন সে কথা মনে করার তিনি। স্পষ্ট বলেন, বর্তমানে বিশ্ব রাজনৈতিক আঙিনায় যে সমীকরণ রয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যু রয়েছে তাতে দ্রুত অতীতে চিনে যে বিদেশি বিনিয়োগ যেত তার একটা বড় অংশ ভারতে আসবে। তবে এই খাতে এবার জাপান যে অনেকটাই এগিয়ে রয়েছে তাও মনে করান এই বিশ্বখ্যাত শেযার বিশেষজ্ঞ। 

Next Article