LIC Premium Payment: ভুল করে দু’বার LIC প্রিমিয়াম দিয়ে ফেলেছেন? কীভাবে টাকা ফেরত পাবেন জানুন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 16, 2023 | 8:03 AM

LIC Premium Payment: এলআইসি-তে দুই পদ্ধতি- অনলাইন ও অফলাইনে প্রিমিয়াম জমা দেওয়া হয়। অনলাইনে যেমন বাড়িতে বসেই আপনি এলআইসির কিস্তি জমা দিতে পারেন, সেখানেই অফলাইনে কিস্তি বা প্রিমিয়াম জমা দেওয়ার জন্য এলআইসির অফিসে ক্যাশ কাউন্টারে যেতে হয়।

LIC Premium Payment: ভুল করে দুবার LIC প্রিমিয়াম দিয়ে ফেলেছেন? কীভাবে টাকা ফেরত পাবেন জানুন
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য জীবন বিমা (Life Insurance) অত্যন্ত জরুরি। আর জীবন বিমা বলতেই আমাদের মাথায় প্রথমেই আসে লাইফ ইন্সুরেন্স বা এলআইসি(LIC)-র নাম। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, উচ্চবিত্ত- সকলের জন্যই এলআইসির তরফে বিভিন্ন বিমা বা ইন্সুরেন্স পলিসি আনা হয়েছে। প্রতি মাসে বা ত্রৈমাসিক, অর্ধ বার্ষিকী বা পূর্ণ বর্ষে- এলআইসির প্রিমিয়াম দেওয়ার একাধিক পদ্ধতি রয়েছে।  আপনি নিজের পছন্দ মতো কিস্তিতে এলআইসির প্রিমিয়াম দিতে পারবেন। তবে অনেক সময়ই ভুলো মনে একবারের জায়গায় ভুল করে দু’বার প্রিমিয়াম দিয়ে ফেলেন।  আপনিও যদি এমন ভুল করেন, তাহলে কী করবেন?

এলআইসি-তে দুই পদ্ধতি- অনলাইন ও অফলাইনে প্রিমিয়াম জমা দেওয়া হয়। অনলাইনে যেমন বাড়িতে বসেই আপনি এলআইসির কিস্তি জমা দিতে পারেন, সেখানেই অফলাইনে কিস্তি বা প্রিমিয়াম জমা দেওয়ার জন্য এলআইসির অফিসে ক্যাশ কাউন্টারে যেতে হয়। যদি আপনি এলআইসির কাউন্টারে গিয়ে প্রিমিয়াম জমা দেন, তবে দু’বার প্রিমিয়াম জমা দেওয়ার কোনও সুযোগই নেই, কারণ সেখানে সিস্টেমে আপনার ব্যক্তিগত তথ্য দিলেই প্রিমিয়াম জমা পড়েছে, তা দেখিয়ে দেবে।

অনলাইন পেমেন্টের ক্ষেত্রেই মূলত এই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি ভুল করে দ্বিতীয়বার প্রিমিয়াম দিয়ে দেন, তবে এলআইসি সেই বাড়তি অঙ্ককে আমানত হিসাবে গণ্য করবে এবং তা অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হবে। পেমেন্টের ১০ দিনের মধ্যে এই টাকা সাধারণত ফেরত দিয়ে দেওয়া হয়।

তবে আপনি যদি চেকের মাধ্যমে পেমেন্ট করেন, সেক্ষেত্রে টাকা ফেরত পাওয়া একটু কঠিন। এক্ষেত্রে এলআইসি অতিরিক্ত প্রিমিয়ামকে আমানত হিসাবে গণ্য় করবে এবং পরবর্তী কিস্তির প্রিমিয়ামের সঙ্গে ওই অঙ্ক কাটাকুটি করে দেওয়া হবে।  মানি অর্ডার করে টাকা পাঠালেও, এলআইসি কর্তৃপক্ষের তরফে গ্রাহকের এজেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়। এজেন্ট সেই টাকা গ্রাহককে ফেরত দিয়ে দেন।

Next Article