AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IIT Placement 2021: প্লেসমেন্টের ব্যাপারে প্রথম আইআইটি খড়গপুর, সর্বোচ্চ ২.৪ কোটি টাকা টাকার চাকরি অফার

IIT Placement 2021: আইআইটি খড়গপুর নিজেদের বয়ানে জানিয়েছে, 'বর্তমান মহামারীর পরিস্থিতি সত্ত্বেও আইআইটি খড়গপুরে বড় সংখ্যায় প্রি-প্লেসমেন্ট অফার (Pre-Placement Offers) এসেছে, যা ভারতের অন্য সমস্ত শীর্ষ উচ্চ শিক্ষাসংস্থানগুলির চেয়ে বেশি।'

IIT Placement 2021: প্লেসমেন্টের ব্যাপারে প্রথম আইআইটি খড়গপুর, সর্বোচ্চ ২.৪ কোটি টাকা টাকার চাকরি অফার
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Dec 05, 2021 | 9:50 PM
Share

কলকাতা: ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর (Indian Institute of Technology Kharagpur) শনিবার জানিয়েছে, এই বছর তারা আইআইটির ইতিহাসে সবচেয়ে বেশি প্লেসমেন্ট অফার পেয়েছে। যার মধ্যে সর্বোচ্চ মাইনের প্যাকেজ বাৎসরিক ২.৪০ কোটি টাকা। একটি বয়ান অনুযায়ী, আইআইটি খড়গপুর এ বছর ১,১০০-র বেশি প্লেসমেন্ট অফার পেয়েছে।

আইআইটি খড়গপুর নিজেদের বয়ানে জানিয়েছে, ‘বর্তমান মহামারীর পরিস্থিতি সত্ত্বেও আইআইটি খড়গপুরে বড় সংখ্যায় প্রি-প্লেসমেন্ট অফার (Pre-Placement Offers) এসেছে, যা ভারতের অন্য সমস্ত শীর্ষ উচ্চ শিক্ষাসংস্থানগুলির চেয়ে বেশি।’

কোম্পানিগুলি হাত খুলে স্যালারি প্যাকেজ দিয়েছে ছাত্রদের

আইআইটি খড়গপুরের ছাত্ররা ৩৫টি আন্তর্জাতিক চাকরির অফার পেয়েছে। আইআইটি বয়ান জারি করে বলেছে, দুটি বড় নিয়োগকারী সংস্থা বাৎসরিক ২- ২.৪ কোটি টাকা প্যাকেজ সহ দুটি বড় প্রস্তাব দিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, ‘এখনও পর্যন্ত আমাদের ছাত্ররা এক কোটি টাকা ২০টির বেশি প্যাকেজ পেয়েছে।’

মাইক্রোসফট, গুগল, উবেরের মতো কোম্পানিরা নিয়েছিস অংশ

আইআইটি খড়গপুরের এই নিয়োগকারী প্রধান কোম্পানিগুলির মধ্যে ছিল ক্যালকম, মাইক্রোসফট, গুগল, উবের, ইন্টেল, আমেরিকান এক্সপ্রেস, হ্যানিবেল, স্যামসঙ, আর আইবিএম। এই প্লেসমেন্ট সেশন তিনদিন ধরে শুক্রবার পর্যন্ত চলে। আইআইটি খড়গপুরের এখ মুখপাত্র বলেছেন, সফটওয়্যার, অ্যানালিটিক্স, কনসাল্টিং, কোর ইঞ্জিনিয়ারিং, ব্যাঙ্কিং, ফিনান্স সহ সমস্ত ক্ষেত্রের ১০০-র বেশি কোম্পানি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিল।

প্রসঙ্গত দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইটি সর্বশ্রেষ্ঠ হিসেবে গন্য হয়। সারা দেশে মোট ২৩টি আইআইটি শিক্ষা সংস্থান রয়েছে। এর মধ্য আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর, আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, আইআইটি বম্বে উল্লেখযোগ্য।

আরও পড়ুন: Discoms: ডিসকমের উপর বিদ্যুৎ উৎপাদক কোম্পানির বকেয়া পেরলো ১.১৩ লাখ কোটি টাকা