PAN Card Rules: প্যান কার্ডে এ রকম করলেই মোটা টাকা জরিমানা! জানিয়ে দিল আয়কর বিভাগ

Feb 18, 2024 | 8:30 AM

দেশের প্রত্যেক মানুষ নিজের নামে একটি প্যান নম্বরই বানাতে পারেন। দুটি প্যান নম্বর কোনও ব্যক্তির নামে থাকলে তা অপরাধের সামিল। তা যদি থাকে তাহলে সাজার মুখে পড়তে হতে পারে। ডুপ্লিকেট প্যান কার্ড থাকা কখনই কাম্য নয়। ধরা পড়লেই বিপদ। আয়কর বিভাগ কঠোর ব্যবস্থা নেবে আপনার বিরুদ্ধে।

PAN Card Rules: প্যান কার্ডে এ রকম করলেই মোটা টাকা জরিমানা! জানিয়ে দিল আয়কর বিভাগ
প্যান কার্ড

Follow Us

নয়াদিল্লি: প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN Card) হল ভারতের একটি পরিচয়পত্র। আয়কর বিভাগ এই পরিচয় পত্র দিয়ে থাকে। দেশের মধ্যে বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য এই প্যান নম্বর থাকা আবশ্যক। এই নম্বরের ভিত্তিতেই কোনও ব্যক্তি বা সংস্থার আর্থিক লেনদেনের হিসাব রক্ষিত হয়। প্যানের ভিত্তিতেই জমা হয় আয়কর। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতেও লাগে এই পরিচয়পত্র। কিন্তু এই প্যান কার্ড থাকার বা রাখার কিছু নিময় আছে। প্যান কার্ড সংক্রান্ত সেই সব নিয়ম মেনে না চললে বড় সড় ফাইনের মুখে পড়তে হবে পারে। সেই সঙ্গে আইনি ব্যবস্থারও মুখোমুখি হতে পারে।

দেশের প্রত্যেক মানুষ নিজের নামে একটি প্যান নম্বরই বানাতে পারেন। দুটি প্যান নম্বর কোনও ব্যক্তির নামে থাকলে তা অপরাধের সামিল। তা যদি থাকে তাহলে সাজার মুখে পড়তে হতে পারে। ডুপ্লিকেট প্যান কার্ড থাকা কখনই কাম্য নয়। ধরা পড়লেই বিপদ। আয়কর বিভাগ কঠোর ব্যবস্থা নেবে আপনার বিরুদ্ধে।

সাধারণত কোনও ব্যক্তির নামে একটি প্যান নম্বরই ইস্যু হয়, কিন্তু কখনও কখনও একাধিক আবেদন মঞ্জুর হয়ে একাধিক নম্বর তৈরি হতে পারে। তা যদি হয়ে থাকে তাহলে একটি নম্বর সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। অনেকে অবৈধ ভাবেই পরিচয় জালিয়াতি করে একাধিক প্যান নম্বর তৈরি করায়। তা ধরা পড়লে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সংক্রান্ত কোনও জালিয়াতি ধরা পড়লে শাস্তি আরও বাড়বে বই আর কমবে না।

Next Article