Debit-Credit Cards: ডেবিট- ক্রেডিট কার্ড সংস্থার লেনদেনে নিষেধাজ্ঞা RBI-এর

Sukla Bhattacharjee |

Feb 18, 2024 | 6:46 AM

RBI: ২০০৭ সালের ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস' (PSS) আইন অনুযায়ী, কোনও সংস্থার কার্ডের মাধ্যমে টাকা মেটানোর প্রক্রিয়া চালাতে রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন লাগে। কিন্তু বহু মধ্যস্থতাকারী সংস্থার তা নেই। যে সংস্থার লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটিরও অনুমোদন নেই বলে অভিযোগ।

Debit-Credit Cards: ডেবিট- ক্রেডিট কার্ড সংস্থার লেনদেনে নিষেধাজ্ঞা RBI-এর
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: আরও এক ধাক্কা রিজার্ভ ব্যাঙ্কের। পেটিএম-এর পর এবার এক কার্ড নেটওয়ার্ক সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এই সংস্থা অননুমোদিত পেমেন্ট করছে এবং নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ। তাই আপাতত ওই কার্ড নেটওয়ার্ক সংস্থাকে বাণিজ্যিক লেনদেন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আরবিআই। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে লিখিত নির্দেশিকাও জারি করা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের এই নিষেধাজ্ঞা ভিসা নাকি মাস্টার কার্ড সংস্থার উপর আরোপিত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ভিসা কার্ডের উপরই এই নিষেধাজ্ঞা জারি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আরবিআইয়ের এই ধরনের নির্দেশিকা পেয়েছে বলে ভিসা-র তরফে জানানো হয়েছে। ভিসা-র এক আধিকারিক জানান, আমাদের কমার্সিয়াল ও বাণিজ্যিক পেমেন্টে বিজনেজ পেমেন্ট সলিউশন প্রোভাইডার্স (BPSPs) আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে।

২০০৭ সালের ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস’ (PSS) আইন অনুযায়ী, কোনও সংস্থার কার্ডের মাধ্যমে টাকা মেটানোর প্রক্রিয়া চালাতে রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন লাগে। কিন্তু বহু মধ্যস্থতাকারী সংস্থার তা নেই। যে সংস্থার লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটিরও অনুমোদন নেই বলে অভিযোগ। এমনকি কেওয়াইসি-র নিয়ম মানা হয়নি। অনেক গ্রাহকের কেওয়াইসি আপড়েট করা হয়নি বলেও সূ্ত্রের খবর। পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই এই বিষয়ে লিদ্ধান্ত নেওয়া হবে বলে আরবিআই জানিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশ প্রকাশ্যে আসতেই আশঙ্কা ছড়িয়েছে ভিসা ও মাস্টার কার্ড ব্যবহারকারীদের মধ্যে। যদিও সাধারণ মানুষের পেমেন্টের জন্য এই কার্ডের ব্যবহার এখনই বন্ধ হচ্ছে না বলে স্পষ্ট করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

Next Article