Russian Crude Oil: রাশিয়ার রফতানি করা জ্বালানি তেলের ৮০ শতাংশই কিনছে ভারত ও চিন

প্যারিসের এই এনার্জি এজেন্সির রিপোর্টে বলা হয়েছে, “রাশিয়া জ্বালানি তেল বিক্রির জন্য এশিয়ায় নতুন দুই গ্রাহক পেয়েছে। ভারত রাশিয়ার থেকে প্রতিদিন প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল কেনা বাড়িয়েছে। চিন প্রতিদিন ৫ লক্ষ ব্যারেল তেল কেনা বাড়িয়েছে। চিন রোজ ২২ লক্ষ ব্যারেল তেল কিনছে।”

Russian Crude Oil: রাশিয়ার রফতানি করা জ্বালানি তেলের ৮০ শতাংশই কিনছে ভারত ও চিন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 9:27 PM

নয়াদিল্লি: গত বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার দেশগুলি। রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনাও বন্ধ করে তারা। কিন্তু আমেরিকার চাপ সত্ত্বেও রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। ‘বন্ধু’ চিনও রাশিয়ার থেকে তেল কিনেছে। আন্তর্জাতিক এনার্জি এজেন্সির প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছ, মে মাসে রাশিয়া যে পরিমাণ জ্বালানি তেল রফতানি করেছে, তার ৮০ শতাংশই কিনেছে ভারত ও চিন।

প্যারিসের এই এনার্জি এজেন্সির রিপোর্টে বলা হয়েছে, “রাশিয়া জ্বালানি তেল বিক্রির জন্য এশিয়ায় নতুন দুই গ্রাহক পেয়েছে। ভারত রাশিয়ার থেকে প্রতিদিন প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল কেনা বাড়িয়েছে। চিন প্রতিদিন ৫ লক্ষ ব্যারেল তেল কেনা বাড়িয়েছে। চিন রোজ ২২ লক্ষ ব্যারেল তেল কিনছে।” ওই রিপোর্টে জানানো হয়েছে, রাশিয়া গত মে রোজ ৩৮.৭ লক্ষ ব্যারেল তেল বিক্রি করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলার পর গত মে মাসে সবথেকে বেশি তেল রফতানি করেছে রাশিয়া।

ওই রিপোর্টে বলা হয়েছে, “২০২৩ সালের মে মাসে ভারত ও চিন রাশিয়ার রফতানি করা তেলের ৮০ শতাংশ কিনেছে।” ইউরোপ রাশিয়ার তেল কেনা বন্ধের পর এশিয়াতেই সবথেকে বেশি তেল পাঠাচ্ছে রাশিয়া। ইউক্রেনের যুদ্ধের আগে রাশিয়ার তেলের ৩৪ শতাংশ আসত এশিয়ায়। এখন আসে প্রায় ৯০ শতাংশ। ভারতও গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে ১৪ শতাংশ বেশি তেল কিনেছে রাশিয়ার থেকে।