Ram Temple Inaguration: রাম মন্দিরকে কেন্দ্র করে দেশে রেকর্ড ব্যবসা হতে চলেছে, কর্মসংস্থান হবে প্রচুর মানুষের

Sukla Bhattacharjee |

Jan 16, 2024 | 2:36 PM

Business ahead of Ram Temple: শ্রীরাম মন্দির মডেলের চাহিদা দ্রুত বৃদ্ধি হয়েছে। সারা দেশে ৫ কোটির বেশি রামমন্দিরের মডেল বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। মডেল তৈরির জন্য দেশের বিভিন্ন শহরে কর্মীরা দিনরাত কাজ চলছে। অন্যদিকে, এই উৎসবকে কেন্দ্র করে বাদ্যযন্ত্রের দল, ঢোল, তাশা, ব্যান্ড, শেহনাই, নাফিরি ইত্যাদি বাজানো শিল্পীদের বিভিন্ন জায়গায় বুকিং করা হয়েছে।

Ram Temple Inaguration: রাম মন্দিরকে কেন্দ্র করে দেশে রেকর্ড ব্যবসা হতে চলেছে, কর্মসংস্থান হবে প্রচুর মানুষের
অযোধ্যার রাম মন্দির।

Follow Us

নয়া দিল্লি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে চলছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশ। এটা নিয়ে দেশের ব্যবসায়ীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে। আর এই উৎসবকে কেন্দ্র করে দেশে বিপুল টাকার ব্যবসা হতে চলেছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের অনুমান, রামমন্দিরকে কেন্দ্র করে দেশে ১ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে।

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের মতে, রামমন্দিরকে কেন্দ্র করে দেশে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা হবে বলে প্রথমে আশা করা হয়েছিল। কিন্তু, দিল্লি-সহ সারা দেশের মানুষের মধ্যে যেভাবে রামমন্দির নিয়ে কিছু করার প্রবল উৎসাহ ও পরিবেশ তৈরি হয়েছে, তার থেকে বদলে গিয়েছে ব্যবসার চিত্র। দেশের ব্যবসা ১ লক্ষ কোটি টাকা অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। ক্যাট-এর জাতীয় সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল দেশের ব্যবসায়িক ইতিহাসে এটিকে একটি বিরল ঘটনা উল্লেখ করেছেন। তিনি জানান, সারা দেশে ৩০ হাজারের বেশি ব্যবসায়িক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। যেমন, শোভাযাত্রা, শ্রী রাম পদযাত্রা, শ্রী রাম র‌্যালি, শ্রী রাম ফেরি, স্কুটার এবং কার র‌্যালি, শ্রী রাম চৌকি ইত্যাদি। মন্দির চত্বর সাজানোর জন্য শ্রী রাম পতাকা, পটকা, ক্যাপ, টি-শার্ট, রাম মন্দির প্রিন্ট করা কুর্তা ইত্যাদির বাজারে প্রচুর চাহিদা রয়েছে।

 

৫ কোটির বেশি মডেলের বিক্রি

শ্রীরাম মন্দির মডেলের চাহিদা দ্রুত বৃদ্ধি হয়েছে। সারা দেশে ৫ কোটির বেশি রামমন্দিরের মডেল বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। মডেল তৈরির জন্য দেশের বিভিন্ন শহরে কর্মীরা দিনরাত কাজ চলছে। অন্যদিকে, এই উৎসবকে কেন্দ্র করে বাদ্যযন্ত্রের দল, ঢোল, তাশা, ব্যান্ড, শেহনাই, নাফিরি ইত্যাদি বাজানো শিল্পীদের বিভিন্ন জায়গায় বুকিং করা হয়েছে। অন্যদিকে ট্যাবলো তৈরি করার কারিগর এবং শিল্পীরা বড় কাজ পেয়েছেন। আবার সারাদেশে মাটির তৈরি কোটি- কোটি প্রদীপের চাহিদা রয়েছে, বাজারে বর্ণিল আলোকসজ্জা, ফুলসজ্জা ইত্যাদিরও ব্যাপক আয়োজন করা হচ্ছে এবং এগুলির চাহিদা রয়েছে। এসবের পাশাপাশি ভান্ডারা ইত্যাদির আয়োজন করে, এমন পণ্য ও পরিষেবার চাহিদাও রয়েছে। সবমিলিয়ে, আনুমানিক লক্ষ কোটি টাকার ব্যবসা হবে।

Next Article