AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp-কে টেক্কা দিতে Arattai অ্যাপ নিয়ে এল ভারতীয় সংস্থা Zoho!

WhatsApp vs Zoho Arattai: হোয়াটসঅ্যাপকে শুরুতেই ২ গোল দিয়ে দিয়েছে আরাটটাই। Zoho সংস্থার তৈরি এই মেসেজিং অ্যাপ এমন এক ফিচার নিয়ে এসেছে, যা এখনও নেই হোয়াটসঅ্যাপেও। আর তা হল অ্যান্ড্রয়েড টিভি ভার্সন।

WhatsApp-কে টেক্কা দিতে Arattai অ্যাপ নিয়ে এল ভারতীয় সংস্থা Zoho!
| Updated on: Oct 07, 2025 | 1:17 PM
Share

হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে এবার আসরে নামল ‘মেড-ইন-ইন্ডিয়া’ অ্যাপ ‘আরাটটাই’। আর শুরুতেই হোয়াটসঅ্যাপকে ২ গোল দিয়ে দিয়েছে আরাটটাই। Zoho সংস্থার তৈরি এই মেসেজিং অ্যাপ এমন এক ফিচার নিয়ে এসেছে, যা এখনও নেই হোয়াটসঅ্যাপেও। আর তা হল অ্যান্ড্রয়েড টিভি ভার্সন। অর্থাৎ, এবার আপনি শুধু ফোন নয় টিভির পর্দাতও চ্যাট করতে পারবেন।

এই নতুন ফিচারের কারণেই অ্যাপ স্টোরে একধাক্কায় অনেকটাই উপরের দিকে উঠে এসেছিল আরাটটাই। এটি হোয়াটসঅ্যাপের মতোই টেক্সটিং, কলিং এবং ফাইল শেয়ারিংয়ের সুবিধাও দেয়। যদিও এর আসল লক্ষ্য কিন্তু অন্য কিছুই।

কারা বানিয়েছে এই অ্যাপ?

Zoho-র প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বুর মস্তিষ্কপ্রসূত এই অ্যাপ। তাঁর লক্ষ্য, দেশের সেই সব মানুষের কাছে পৌঁছে যাওয়া, যাঁদের কাছে দামি স্মার্টফোন বা হাই স্পিড ইন্টারনেট নেই।

কেন আরাটটাই আলাদা?

আরাটটাই অ্যাপটি খুব কম ইন্টারনেট ব্যবহার করে। ফলে যেখানে হাইস্পিড ইন্টারনেট নেই, হয়তো শুধুই ২জি ইন্টারকনেট আসে, সেই নেটওয়ার্কেও এই অ্যাপ দিয়ে স্বচ্ছন্দে কাজ চালিয়ে নেওয়া যাবে।

সাধারণ স্মার্টফোনের জন্য: অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সাধারণ, কম দামি ফোনেও দ্রুত কাজ করে।

শ্রীধর ভেম্বুর মতে, ভারতে ডিজিটাল বৈষম্য এখনও বড় সমস্যা। বহু মানুষ ধীর গতির ইন্টারনেটের কারণে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করতে পারেন না। আরাটটাই সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছে।

ভারতের গ্রামীণ ও মফস্বল এলাকায় ইন্টারনেট বেশ দ্রুততার সঙ্গেই পৌঁছাচ্ছে। যদিও সব জায়গায় ইন্টারনেটের স্পিড যে অনেক এমনটা নয়। আর সেই কারণেই এই ধরনের লাইটওয়েট অ্যাপের চাহিদা বাড়ছে। এখন দেখার, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অ্যাপ বিশ্বসেরা প্ল্যাটফর্মগুলোকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে।