নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনের টিকিট কাটলেই চিন্তা থাকে টিকিট কনফার্ম হল কি না। এছাড়া ট্রেন কোথায় পৌঁছল, তা জানতেও বারবার পিএনআর নম্বর দিয়ে ট্রেনের স্টেটাস চেক করা হয়। যাত্রীদের সুবিধার জন্য এবার ভারতীয় রেলওয়ের তরফে আনা হল আরেকটি নতুন পরিষেবা। এবার থেকে যাত্রীরা পিএনআর স্টেটাস ও ট্রেন কোথায় রয়েছে, তা হোয়াটসঅ্যাপেই দেখা যাবে। মুম্বইয়ের একটি স্টার্ট-আপ সংস্থা রেলোফাই (Railofy)-র তরফেই এই নতুন পরিষেবা আনা হয়েছে।
রেলোফাই-র মাধ্যমে আইআরসিটিসি-র যাত্রীরা আঙুলের একটা চাপেই নিজের ট্রেনের খোঁজ পাবেন। হোয়াটসঅ্যাপ চ্যাটবটের সাহায্যে সহজেই পিএনআর স্টেটাস, ট্রেনের লাইভ স্টেটাস, পরবর্তী স্টেশন কী, এমনকী অন্যান্য ট্রেনের তথ্যও জানা যাবে। এর জন্য শুধুমাত্র ১০ সংখ্যার পিএনআর নম্বর দিতে হবে ওই চ্যাটবটে।
১. প্রথমে রেলোফাই-র হোয়াটসঅ্যাপ চ্যাটবট নম্বর +91-9881193322 – ফোনে সেভ করতে হবে।
২. এবার ফোনে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। এরপরই কনট্যাক্ট লিস্টে চলে আসবে রেলোফাই-র নম্বর।
৩. রেলোফাই-র চ্যাটবট খুলে ১০ সংখ্যার পিএনআর নম্বর পাঠাতে হবে।
৪. এবার রেলোফাই চ্যাটবট ওই ট্রেনের যাবতীয় তথ্য পাঠিয়ে দেবে। সেখান থেকে ট্রেনের রিয়েল টাইম আপডেটও দেখা যাবে।