Share Market: প্রেসিডেন্টের গদিতে ট্রাম্প ফিরতেই ফুলেফেঁপে উঠল সেনসেক্স-নিফটি, টাকার বৃষ্টি শেয়ার বাজারে
US President Donald Trump: প্রেসিডেন্ট নির্বাচনের ফল কী হতে চলেছে, সকাল থেকেই তার দিকে নজর ছিল শেয়ার বাজারের। এ দিন দুপুর ১টা নাগাদ পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের নাম সামনে আসতেই হু হু করে বাড়তে থাকে শেয়ার সূচক।
মুম্বই: ছিনিয়ে নিলেন জয়। ফের মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল বেরতেই ফুলেফেঁপে উঠল ভারতীয় শেয়ার বাজার। চড়চড়িয়ে বাড়ছে সেনসেক্স-নিফটির সূচক। হঠাৎ শেয়ার বাজারে এই হাওয়া বদলের পিছনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেরই কলকাঠি রয়েছে বলে মত বাজার বিশেষজ্ঞদের।
বিশ্বের বৃহত্তম অর্থনীতি আমেরিকা। সেই দেশেরই প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গড়লেন রেকর্ডও। আর ফল প্রকাশ হতেই ইতিবাচক প্রভাব দেখা গেল শেয়ার বাজারে। নিফটির সূচক ২৪,৫০০ পয়েন্টে পৌঁছেছে। সেনসেক্সের সূচকও একলাফে ১০০০ পয়েন্ট বেড়ে ৮০,৫০০ অঙ্কে পৌঁছেছে।
প্রেসিডেন্ট নির্বাচনের ফল কী হতে চলেছে, সকাল থেকেই তার দিকে নজর ছিল শেয়ার বাজারের। এ দিন দুপুর ১টা নাগাদ পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের নাম সামনে আসতেই হু হু করে বাড়তে থাকে শেয়ার সূচক।
তথ্য প্রযুক্তি থেকে শুরু করে অটো, ধাতু, পিএসইউ ব্যাঙ্কের শেয়ার সূচকগুলি চড়চড়িয়ে বাড়তে থাকে। নিফটি মিডক্যাপ ও নিফটি স্মলক্যাপ ১০০-র দারুণ পারফর্ম করছে।
বিটকয়েনের মূল্যও হু হু করে চড়েছে। মার্চের রেকর্ড ভেঙে বিটকয়েনের মূল্য ৭৫০৬০ ডলারে বেড়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডলারের সাপেক্ষে ভারতীয় টাকার দাম পড়েছে। ডলার প্রতি রুপির দাম ৮৪.২৫ টাকা।