Shubman Gill: টিম ইন্ডিয়ার সুপারহিরোরা, গিলের চোখে বিরাট ‘হাল্ক’, রোহিত কী?
Watch Video: শুভমনের সামনে প্রশ্ন রাখা হয়, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ক্রিকেটাররা যদি সুপারহিরো হন, তা হলে কোন চরিত্র মিল খাবে? মুচকি হাসতে হাসতে কোহলিকে হাল্কের সঙ্গে তুলনা করেন গিল। আর রোহিতকে কী বললেন?
কলকাতা: ভারতের তরুণ ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill) ব্যাট হাতে ২২ গজে দ্যুতি ছড়ান। পাশাপাশি তাঁর স্টাইল স্টেটমেন্টও তরুণীদের মনে ঝড় তোলে। শুধু তাই নয়, তিনি যে কোনও প্রশ্নের উত্তর এক্কেবারে ছক্কা হাঁকানোর স্টাইলেও দেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে কোন সুপারহিরো রয়েছে, জানতে চাওয়া হয়। তাঁর সামনে প্রশ্ন রাখা হয়, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ক্রিকেটাররা যদি সুপারহিরো হন, তা হলে কোন চরিত্র মিল খাবে? মুচকি হাসতে হাসতে কোহলিকে হাল্কের সঙ্গে তুলনা করেন গিল। আর রোহিতকে কী বললেন? জানুন বিস্তারিত।
এক অনুষ্ঠানে ক্রীড়া সঞ্চালিকা মায়ান্তি ল্যাঙ্গার ভারতীয় তরুণ তুর্কি শুভমনকে জিজ্ঞাসা করেন, রোহিত শর্মা যদি কখনও কোনও সুপারহিরো হন, তা হলে কী হবেন? এই প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে গিল উত্তর দেন, ‘ক্যাপ্টেন আমেরিকা।’ শুভমনের উত্তর শুনে দর্শকাসনে থাকা রোহিত শর্মা হাত দিয়ে মুখ চেপে হাসতে থাকেন।
বিরাট কোহলি যদি কোনও সুপারহিরো হন, তা হলে কী হতে পারেন? গিল একটু সময় নেন এই প্রশ্নের উত্তর দিতে। এরপর বলেন, ‘আমার মনে হয় হাল্ক। কারণ তিনি সব সময় রেগে থাকেন।’ এই উত্তর শুনেও হাসতে থাকেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এ ছাড়াও ভুবনেশ্বর কুমার যদি কোনও সুপারহিরো হন, তা হলে কে হতে পারেন? এই প্রশ্নও রাখা হয় শুভমনের কাছে। যা শুনতেই তিনি উত্তরে বলেন, ‘হকআই।’
গিলের পাশাপাশি ওই অনুষ্ঠানে ভারতীয় মহিলা টিমের ক্রিকেটার শেফালি ভার্মাকে জিজ্ঞাসা করা হয়, তিনি সুপারহিরো হলে কী হতেন। উত্তরে শেফালি বলেন, ‘আমি এমন এক সুপারহিরো হতে চাই যে উড়ে উড়ে যে কোনও জায়গায় যেতে পারে। ফ্লাইটে তা হলে যেতে হবে না। অস্ট্রেলিয়া বা অন্য কোথাও যেতে হলে উড়ে চলে যাব।’
ভারতীয় মহিলা তারকা ক্রিকেটার শেফালি ভার্মাকে সঞ্চালিকা মায়ান্তি ল্যাঙ্গার প্রশ্ন করেন যদি মিতালি রাজের কোনও সুপার পাওয়ার থাকে, তা হলে সেটা কী? উত্তরে শেফালি বলেন, ‘শান্ত স্বভাব।’ হরমনপ্রীত কৌরের সুপার পাওয়ার কী হতে পারে, সেই নিয়ে শেফালিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আক্রমণাত্মক।’ একইপ্রশ্ন জেমাইমা রডরিগজের জন্য জানতে চাওয়া হলে উত্তরে শেফালি বলেন, ‘এনার্জি।’
View this post on Instagram