নয়াদিল্লি: অক্টোবর মাসে রফতানি বেড়েছে ভারতের। অর্থাৎ ভারত থেকে আরও বেশি অঙ্কের বিভিন্ন পণ্য গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে এ বিষয়ে জানানো হয়েছে। সরকারের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, গত বছরের অক্টোবর মাস থেকে এ বছরের অক্টোবর মাসে ভারতের রফতানি বেড়েছে ৬.২১ শতাংশ। ৩ হাজার ৩৫৭ কোটি ডলারের বেশি রফতানি হয়েছে অক্টোবর মাসে। ভারতীয় মুদ্রায় তা ২ লক্ষ ৭৮ হাজার ৯১৪ কোটি টাকা।
কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবর মাসে ভারত রফতানি করেছে ৬ হাজার ৫০৩ কোটি ডলারের। ২০২২ সালের অক্টোবর মাসে এই অঙ্ক ছিল ৫ হাজার ৭৯১ কোটি ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় তা বেড়েছে ৬.২১ শতাংশ।
অক্টোবর মাসে রফতানি বাণিজ্য বাড়লেও এই অর্থবর্ষে রফতানির লক্ষ্যমাত্রা থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে ভারত। অক্টোবর মাসের পর রফতানির ঘাটতি দাঁড়িয়ে রয়েছে ৩ হাজার ১৪৬ কোটি ডলার। যদিও অক্টোবরে রফতানি বৃদ্ধিতে আশার আলো দেখছে বাণিজ্য মহল। এ নিয়ে কমার্স সেক্রেটারি সুনীল বার্থওয়াল বলেছেন, “অক্টোবরের বাণিজ্যের এই তথ্য সবুজ সঙ্কেত।”