নয়া দিল্লি: বাজাজ ফিন্যান্সকে কড়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank of India)। বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে বাজাজ ফিন্যান্স(Bajaj Finance)-কে অবিলম্বে ‘ই-কম’ ও ‘ইন্সটা ইএমআই কার্ড’ স্কিমের অধীনে ঋণ দেওয়া বন্ধ করতে বলা হল।
কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৪-র ৪৫এল(১)(বি) অধীনে বাজাজ ফিন্যান্স সংস্থাকে ইকম (eCOM) ও ইন্সটা ইএমআই কার্ড (Insta EMI Card)- এই দুই স্কিমের অধীনে ঋণ মঞ্জুর ও বন্টন বন্ধ করতে বলা হচ্ছে।
জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডিজিটাল ঋণের নিয়ম বা ডিজিটাল লেন্ডিং গাইডলাইন অনুসরণ করেনি বাজাজ ফিন্যান্স। এর মধ্যে অন্যতম হল ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণ দেওয়ার আগে স্টেটমেন্ট না নেওয়া। ডিজিটাল ঋণে আরও একাধিক ক্ষেত্রে ঘাটতি থাকছিল।
ঋণ সংক্রান্ত নিয়ম খেলাপের কারণেই এই দুই স্কিমের অধীনে ঋণ দেওয়া বন্ধ করতে বলা হয়েছে। যদি বাজাজ ফিন্যান্স সংস্থা এই খামতিগুলি পূরণ করে, তবে আরবিআই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবে।