Rapid Train: শুরু হতে চলেছে দেশের প্রথম ব়্যাপিড ট্রেন, পলকে পৌঁছে যাবেন দিল্লি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 19, 2023 | 5:31 PM

RAPIDEX: চলতি মাসের শেষেই দেশের প্রথম ব়্যাপিড ট্রেনের যাত্রার সূচনা করে রিজিওনাল র‌্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS) প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিকভাবে দিল্লি থেকে গাজিয়াবাদ পর্যন্ত এই ট্রেন চালু হবে। তবে ২০২৫ সালের মধ্যেই দিল্লি থেকে গাজিয়াবাদ হয়ে মিরাট পর্যন্ত এই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।

Rapid Train: শুরু হতে চলেছে দেশের প্রথম ব়্যাপিড ট্রেন, পলকে পৌঁছে যাবেন দিল্লি
ব়্যাপিড ট্রেন।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, সেমি-হাইস্পিড বিশিষ্ট বন্দে ভারত ট্রেন ট্র্যাকে নামার সঙ্গে সঙ্গেই যাত্রীদের মন জয় করে নিয়েছে। এখন কম সময়ে, আরামদায়কভাবে ট্রেন যাত্রার অন্যতম নাম হল, বন্দে ভারত এক্সপ্রেস (Vande bharat express)। এবার আসতে চলেছে ব়্যাপিড ট্রেন (Rapid train), যার অপর নাম ব়্যাপিডেক্স (RAPIDEX)। ভারতের অন্যতম দামি প্রকল্প, রিজিওনাল র‌্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS)-এর অধীনেই আসতে চলেছে ব়্যাপিড ট্রেন। এই ট্রেনটি যেমন দ্রুত গতিসম্পন্ন হবে, তেমনই দেখতেও অন্যান্য ট্রেনের থেকে আলাদা হবে। তবে এই ট্রেনের জন্য পৃথক করিডর জরুরি।

জানা গিয়েছে, চলতি মাসের শেষেই দেশের প্রথম ব়্যাপিড ট্রেনের যাত্রার সূচনা করে রিজিওনাল র‌্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS) প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিকভাবে দিল্লি থেকে গাজিয়াবাদ পর্যন্ত এই ট্রেন চালু হবে। তবে ২০২৫ সালের মধ্যেই দিল্লি থেকে গাজিয়াবাদ হয়ে মিরাট পর্যন্ত এই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাহিবাবাদের র‌্যাপিডেক্স স্টেশনে পৌঁছে প্রস্তুতির খোঁজ-খবর নেন এবং স্টেশন পরিদর্শন করেন। ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এনসিআরটিসি) ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভিডিয়ো উপস্থাপনা করে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন।

 

 

ব়্যাপিড ট্রেনের বৈশিষ্ট্য

ব়্যাপিড ট্রেন চালু হলে দিল্লি থেকে মিরাট যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। যাতায়াতের সময় ৪০ শতাংশ হ্রাস পাবে। বর্তমানে বাসে দিল্লি থেকে মিরাট যেতে সময় লাগে ১২০ মিনিট থেকে ১৫০ মিনিট। গাড়িতে দিল্লি থেকে মিরাট যেতে প্রায় ১২০ মিনিট। সেখানে র‌্যাপিড ট্রেনের মাধ্যমে মাত্র ৯০ মিনিট বা তারও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে।

প্রথম করিডোর রুট

ব়্যপিড ট্রেন চলাচলের জন্য প্রাথমিকভাবে দিল্লি-গাজিয়াবাদ-মিরাট RRTS করিডোরটি তৎপরতার সঙ্গে প্রস্তুত করা হচ্ছে। এই রুটে পাঁচটি স্টেশন থাকবে। যার মধ্যে সাহিবাদ, গাজিয়াবাদ, গুলধর, দুহাই এবং দুহাই ডিপো রয়েছে।

RAPIDEX-এর গুরুত্ব কি?

দিল্লি-গাজিয়াবাদ-মিরাট আরআরটিএস করিডোরে আঞ্চলিক রেল পরিষেবা চালু হলে দিল্লি এবং মিরাটের মধ্যে দ্রুত ভ্রমণ করা সম্ভব হবে। RAPIDX পরিষেবা একটি আধুনিক, সুবিধাজনক, দ্রুত, নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ। এই ট্রেনে বিমানের মতো টু বাই টু আসন ও যাত্রীদের পা রাখার জন্য আলাদা জায়গা থাকবে। এছাড়া মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়ার ব্যবস্থা এবং ওয়াইফাই থাকবে। এছাড়া দিল্লি এবং মিরাটের মধ্যে যাত্রার সময় ৪০ শতাংশ কমে যাবে।

Next Article