AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India’s investment ecosystem: ভারতে বিনিয়োগ ‘বিপ্লব’, এক দশকেই বদলে গিয়েছে ছবি

India's investment ecosystem transformed: বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ধনী ব্যক্তির সংখ্যা ক্রমশ বাড়ছে। এই ব্যক্তিরা কেবল সহজ বিনিয়োগই নয়, বরং আরও ভাল রিটার্ন পাওয়ার দিকগুলিও নজরে রাখছেন। সেজন্য তাঁরা PMS এবং AIF-এ বিনিয়োগ করছেন। এছাড়া দেশে নতুন বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। বড় শহরের পাশাপাশি ছোট শহরেও বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। যে কারণে বাজারটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

India's investment ecosystem: ভারতে বিনিয়োগ 'বিপ্লব', এক দশকেই বদলে গিয়েছে ছবি
| Updated on: Dec 02, 2025 | 12:14 AM
Share

নয়াদিল্লি: ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই ‘মেক ইন ইন্ডিয়া’-র সূচনা করেন নরেন্দ্র মোদী। বিদেশি বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান। শুধু বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানানোই নয়, দেশের উদ্যোগপতিদের উৎসাহ দিতেও একাধিক পদক্ষেপ করে কেন্দ্র। তারই জেরে গত এক দশকে বদলে গিয়েছে ভারতে বিনিয়োগের ছবি।

মানুষ এখন আর স্টক এবং স্থায়ী আমানতে টাকা সঞ্চয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। তাঁরা এখন নতুন নতুন পথ খুঁজছেন। আগে মানুষ স্টক, স্থায়ী আমানত কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতেন। এখন, পিএমএস এবং এআইএফ-র মতো নতুন বিকল্পগুলিও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। তার ফলে, উভয় ক্ষেত্রেই (পিএমএস এবং এআইএফ) আমানত ২০২৫ সালের সেপ্টেম্বর নাগাদ ২৩ লক্ষ কোটি টাকারও বেশি হয়ে গিয়েছে। যা ২০১৫ সালের সেপ্টেম্বরে ১.৫৪ লক্ষ কোটি টাকা ছিল। অর্থাৎ এক দশকে ৩১.২ শতাংশ বেড়েছে।

পিএমএস এবং এআইএফ কী?

পিএমএস হল পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস। এতে আপনার অর্থ একজন অভিজ্ঞ ব্যবস্থাপক দ্বারা পরিচালিত হয়। যিনি আপনার অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে মুনাফা বাড়ানোর চেষ্টা করেন।

আর AIF হল বিকল্প বিনিয়োগ তহবিল। ব্যক্তি এবং প্রতিষ্ঠান দ্বারা বিনিয়োগ করা বৃহৎ তহবিল। স্টক ছাড়াও, তারা স্টার্টআপ, কম্পানি, রিয়েল এস্টেট, প্রাইভেট ইকুইটি এবং আরও একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করে।

এক দশকে কী পরিবর্তন হয়েছে?

আগে এই প্ল্যাটফর্মগুলিতে আস্থা রাখা মানুষের সংখ্যা খুবই সীমিত ছিল। সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবসায়ী, স্টার্টআপ প্রতিষ্ঠাতা এবং এমনকি ছোট শহরের বিনিয়োগকারীরাও এখন পিএমএস এবং এআইএফে বিনিয়োগ করছেন। এর একটি প্রধান কারণ হল উচ্চ আয়ের সম্ভাবনা। পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগও।

তারই জেরে হু হু করে বাড়ছে পিএমএস ও এআইএফ-র পরিমাণ। ২০১৫ সালে মোট পিএমএস কর্পাস ছিল ১.২৭ লক্ষ কোটি। যা ২০২৫ সালে বেড়ে ৮.৩৭ লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। শতাংশের দিক থেকে এই বৃদ্ধি প্রায় সাত গুণ।

একইভাবে, AIF ২০১৫ সালে ছিল ২৭ হাজার ৪৮৪ কোটি টাকা। সেটাই বেড়ে ২০২৫ সালে ১৫.০৫ লক্ষ কোটিতে পৌঁছেছে। এটা থেকে স্পষ্ট যে AIF বৃহৎ বিনিয়োগকারীদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ধনী ব্যক্তির সংখ্যা ক্রমশ বাড়ছে। এই ব্যক্তিরা কেবল সহজ বিনিয়োগই নয়, বরং আরও ভাল রিটার্ন পাওয়ার দিকগুলিও নজরে রাখছেন। সেজন্য তাঁরা PMS এবং AIF-এ বিনিয়োগ করছেন। এছাড়া দেশে নতুন বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। বড় শহরের পাশাপাশি ছোট শহরেও বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। যে কারণে বাজারটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।