নয়াদিল্লি: কর্মসংস্থানে জোর। দেশে দারিদ্র দূরীকরণে নানা প্রকল্প। তার জেরে দেশে গ্রামীণ এলাকায় গত ১২ বছরে দারিদ্রের হার উল্লেখভাবে কমেছে। এই নিয়ে এসবিআই তাদের রিসার্চ রিপোর্ট শুক্রবার প্রকাশ করেছে।
এসবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবর্ষে দেশের গ্রামীণ এলাকায় দারিদ্রের হার ছিল ২৫.৭ শতাংশ। ২০২৩-২৪ তা নেমে এসেছে ৪.৮৬ শতাংশে। অন্যদিকে, ১২ বছর আগে শহর এলাকায় দারিদ্রের হার ছিল ৪.৬ শতাংশ। তা কমে হয়েছে ৪.০৯ শতাংশ। ফলে দেশে গ্রাম ও শহরে দারিদ্রের হারের ব্যবধান এক শতাংশেরও কম।
ওই রিপোর্টে বলা হয়েছে, “আমাদের বিশ্বাস সবমিলিয়ে দেশে দারিদ্রের হার ৪ থেকে ৪.৫ শতাংশ। একেবারে হতদরিদ্রের সংখ্যা প্রায় নেই বললেই চলে।” এই প্রথম দেশে দারিদ্রের হার ৫ শতাংশের নিচে নামল।
শহর ও গ্রামে মাথাপিছু আয়ের হারের ব্যবধানও কমেছে-
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ২০০৯-১০ অর্থবর্ষে শহর ও গ্রামে মাথাপিছু আয়ের ক্ষেত্রে ব্যবধান ছিল ৮৮.২ শতাংশ। সেই ব্যবধান অনেকটাই কমেছে। এখন শহর ও গ্রামে মাথাপিছু আয়ের ব্যবধান ৬৯.৭ শতাংশ। যার অর্থ, গ্রামে মাথাপিছু আয় অনেকটাই বেড়েছে। রিপোর্ট বলছে, গ্রামের মানুষ এখন বিভিন্ন প্রকল্পের সরাসরি সুবিধা পাচ্ছেন। কৃষকদের আয় বাড়াতে নানা প্রকল্প নেওয়া হয়েছে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ ব্যয়ও বাড়িয়েছে।
গ্রামে গরিবি প্রতি অর্থবর্ষে কমছে। ২০২২-২৩ অর্থবর্ষে গ্রামে দারিদ্রের হার ছিল ৭.২ শতাংশ। সেটাই কমে ২০২৩-২৪ অর্থবর্ষে হয়েছে ৪.৮৬ শতাংশ। শহরেও দারিদ্র ক্রমশ কমছে।