PM Narendra Modi: ঝুপড়িবাসীর ‘স্বাভিমান’, ৩ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার মোদীর

PM Narendra Modi: 'স্বাভিমান' অ্যাপার্টমেন্টে ১৬৭৫টি ফ্ল্যাট রয়েছে। লিফট রয়েছে। শিশুদের খেলার জন্য পার্ক রয়েছে। শুক্রবার এই অ্যাপার্টমেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Narendra Modi: ঝুপড়িবাসীর 'স্বাভিমান', ৩ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার মোদীর
ঝুপড়িবাসীর জন্য অ্যাপার্টমেন্টের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী
Follow Us:
| Updated on: Jan 03, 2025 | 5:32 PM

নয়াদিল্লি: দিলওয়ালে দিল্লিবাসী। আর সেই দিল্লিবাসীর মন জয় করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ। মেট্রো, হাইওয়ে, সবার জন্য বাড়ি। প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমে মুখে হাসি ফুটেজে দিল্লিবাসীর। শুক্রবারও দিল্লিতে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। দিল্লির মানুষের জন্য কেন্দ্র কী কী কাজ করেছে, তারই একটা ভিডিয়ো এদিন শেয়ার করলেন নরেন্দ্র মোদী।

৩ মিনিট ৪০ সেকেন্ডের সেই ভিডিয়োয় দিল্লির মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। ভিডিয়োর প্রথমেই মোদীর দিনরাত পরিশ্রমের কথা তুলে ধরে বলা হয়, দিল্লিকে বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী।

এই খবরটিও পড়ুন

জেলারওয়ালাবাগ ও অশোক বিহার ঝুপড়ির কথা একসময় মানুষের মুখে মুখে ঘুরত। অস্বাস্থ্যকর পরিবেশে ঝুপড়িবাসীদের বাস করতে হত। মোদীর হাত ধরে এবার তাঁদের জীবন বদলাচ্ছে। তাঁরা এবার থাকবেন অশোক বিহারের ‘স্বাভিমান’ অ্যাপার্টমেন্টে। মোদীর উদ্যোগে খুশি ঝুপড়িবাসীরা। তাঁরা বলছেন, “ঠিক যেন নরকে বাস করতে হত। আমাদের উনি ছাদ নয়। ভবিষ্যৎ দিয়েছেন। আমাদের সন্তানরা এবার এগিয়ে যাবে।”

‘স্বাভিমান’ অ্যাপার্টমেন্টে ১৬৭৫টি ফ্ল্যাট রয়েছে। লিফট রয়েছে। শিশুদের খেলার জন্য পার্ক রয়েছে। শুক্রবার এই অ্যাপার্টমেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শুধু ঝুপড়িবাসী নয়। যাঁরা সরকারি চাকরি করেন, তাঁদের জন্য সরোজিনী নগরে গড়ে তোলা হয়েছে আবাসন। ১৯টি টাওয়ারে ১ হাজার ৭৩৮টি ফ্ল্যাট রয়েছে। আছে অফিস কমপ্লেক্সও। এদিন এই আবাসনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এবার দিল্লিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। নৌরোজি নগরে গড়ে তোলা হয়েছে এই অফিস প্রিমিসেস। এখানে ২০ হাজার লোক কাজ করতে পারবেন। একসঙ্গে ৮ হাজার গাড়ি পার্ক করা যাবে। রয়েছে রেস্তরাঁ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি পরিবেশ বান্ধব। খরচ হয়েছে ১৯৫০ কোটি টাকা। এদিন এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সবার জন্য শিক্ষা। ভাল শিক্ষা। সেই লক্ষ্যে এদিন দিল্লির দ্বারকায় সিবিএসই-র অফিস কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া আরও একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। সবমিলিয়ে এদিন ৪ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর তিনি বলেন, “দেশ ভালভাবেই জানে যে মোদী কখনও নিজের জন্য বাড়ি করেনি। কিন্তু, গরিবদের জন্য ৪ কোটি বেশি বাড়ি তৈরি করেছেন।”