Pakistan: বাংলাদেশে উস্কানি দিতে গিয়ে ভুগতে চলেছে পাকিস্তান, হাত পাততে হবে বিশ্বের কাছে

Jan 19, 2025 | 9:36 AM

Pakistan: মাস তিনেক আগেই আইএমএফ জানিয়েছিল, ২০২৫ সালে পাকিস্তানের জিডিপি বৃদ্ধি ৩.২ শতাংশ থাকতে পারে। সেটাই এবার কমে গেল।

Pakistan: বাংলাদেশে উস্কানি দিতে গিয়ে ভুগতে চলেছে পাকিস্তান, হাত পাততে হবে বিশ্বের কাছে
আর্থিক সংকট মোকাবিলায় কী পদক্ষেপ করবে পাকিস্তান?

Follow Us

ইসলামাবাদ: অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান। বিগত বছর দুয়েকে ভারতের পড়শি এই দেশে জিনিসপত্রের অস্বাভাবিক দাম বেড়েছে। খাবারের জন্য হাহাকার পড়েছে। অর্থনৈতিক সংকট কি আরও বাড়তে চলছে পাকিস্তানের? আন্তর্জাতিক অর্থ ভান্ডারের (IMF) বক্তব্যে সেরকমই ইঙ্গিত। ২০২৫ সালে পাকিস্তানের মোট অভ্যন্তরীণ উৎপাদন(GDP) বৃদ্ধি ৩ শতাংশে নেমে আসার সম্ভাবনা বলে জানিয়েছে আইএমএফ।

মাস তিনেক আগেই আইএমএফ জানিয়েছিল, ২০২৫ সালে পাকিস্তানের জিডিপি বৃদ্ধি ৩.২ শতাংশ থাকতে পারে। সেটাই এবার কমে গেল। একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউডলুক আপডেট: গ্লোবাল গ্রোথ ডাইভারজেন্ট অ্যান্ড আনসার্টেন’-এ আইএমএফ তাদের আন্তর্জাতিক আর্থিক মূল্যায়ন প্রকাশ করেছে। সেখানেই পাকিস্তানের জিডিপি বৃদ্ধি ৩ শতাংশে নেমে আসার কথা বলা হয়েছে। আর্থিক বৃদ্ধি কমার সম্ভাবনা নিয়ে কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি আইএমএফ। মনে করা হচ্ছে, যেসব আর্থিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে পাকিস্তান সরকারকে, তারই প্রভাব পড়তে চলেছে জিডিপি বৃদ্ধিতে। তবে ২০২৬ সালে পাকিস্তানের জিডিপি বৃদ্ধি ৪ শতাংশ থাকার সম্ভাবনা কথা জানিয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার। গতমাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)-ও জানিয়েছিল, ২০২৪-২৫ অর্থবর্ষে পাকিস্তানের জিডিপি বৃদ্ধি ৩ শতাংশ হতে পারে। তার আগে অবশ্য তারা জানিয়েছিল, ২.৮ শতাংশ হতে পারে জিডিপি বৃদ্ধি।

বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক সংকটের মোকাবিলায় হিমসিম খেতে হচ্ছে পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারকে। জিডিপি বৃদ্ধি আরও কমে গেলে ঋণের জন্য বিভিন্ন দেশের কাছে হাত পাতা ছাড়া কোনও উপায় থাকবে না শাহবাজ শরিফ সরকারের।

এই খবরটিও পড়ুন

বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতির পিছনে পাকিস্তানের উস্কানি রয়েছে বলে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে নিজের দেশেই আর্থিক সংকট মোকাবিলায় আরও সমস্যায় পড়তে চলেছে তারা। পরিস্থিতি মোকাবিলায় শাহবাজ সরকার কী পদক্ষেপ করে, সেটাই দেখার।

 

Next Article