RG Kar Case: ১৬২ দিন, কোন পথে এগোল তিলোত্তমাকাণ্ড?
RG Kar Case: গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে 'তিলোত্তমা'-র দেহ উদ্ধার হয়। ১৬২ দিন পর ধৃত সিভিক ভলান্টিয়ারকে দোষীসাব্যস্ত করল শিয়ালদহ আদালত।
কলকাতা: রাত দখল। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। আমরণ অনশন। গত ১৬২ দিন ধরে আরজি কর কাণ্ডে উত্তপ্ত হয়েছে বাংলা। রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। অবশেষে শনিবার ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে দোষীসাব্যস্ত করল শিয়ালদহ আদালত। সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। তার আগে দেখে নেওয়া যাক আরজি কর কাণ্ডে এই ১৬২ দিনের ঘটনার পরম্পরা।
অগস্ট ৯: আরজি করের সেমিনার হল থেকে জুনিয়র ডাক্তার ‘তিলোত্তমা’-র দেহ উদ্ধার হয়।
অগস্ট ১০: ধর্ষণ-খুনের অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
এই খবরটিও পড়ুন
অগস্ট ১২: চাপের মুখে ইস্তফা দেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
অগস্ট ১২: পানিহাটিতে তিলোত্তমার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অগস্ট ১৩: তিলোত্তমাকাণ্ডের তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট।
অগস্ট ১৪: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের ডাক। ওইদিনই আরজি কর মেডিক্যাল কলেজে বহিরাগতদের তাণ্ডব।
অগস্ট ১৮: আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের সুপ্রিম কোর্টের।
অগস্ট ২০: রাজ্য সরকারের কাছে আরজি কর কাণ্ডে স্টেটাস রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট।
অগস্ট ২১: আদালতের নির্দেশে আরজি করের নিরাপত্তায় CISF মোতায়েন।
সেপ্টেম্বর ২: আরজি করে আর্থিক তছরুপ মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই।
সেপ্টেম্বর ১০: স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু জুনিয়র ডাক্তারদের।
সেপ্টেম্বর ১২: নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক ভেস্তে যায়।
সেপ্টেম্বর ১৪: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে স্বাস্থ্য ভবনের সামনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেপ্টেম্বর ১৪: আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।
সেপ্টেম্বর ১৪: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ভেস্তে যায়
সেপ্টেম্বর ১৬: কলকাতা পুলিশের পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয় বিনীত গোয়েলকে।
সেপ্টেম্বর ২০: স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের
অক্টোবর ৫: ধর্মতলায় আমরণ অনশন শুরু জুনিয়র ডাক্তারদের
অক্টোবর ৭: আরজি কর কাণ্ডে শিয়ালদহ আদালতে প্রথম চার্জশিট পেশ করে সিবিআই। সেখানে প্রধান অভিযুক্ত সঞ্জয় রাই।
অক্টোবর ১৯: অনশনমঞ্চে মুখ্যসচিবের ফোনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অক্টোবর ২১: নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের লাইভ সম্প্রচার হয়।
অক্টোবর ২১: তিলোত্তমার বাবা-মার অনুরোধে অনশন প্রত্যাহার করেন জুনিয়র ডাক্তাররা।
নভেম্বর ৪: ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে চার্জগঠন সিবিআইয়ের।
নভেম্বর ১১: শিয়ালদহ আদালতে বিচারপ্রক্রিয়া শুরু। ইন-ক্যামেরা সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
ডিসেম্বর ১৩: ৯০ দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ না করায় তিলোত্তমাকাণ্ডে ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে শিয়ালদহ আদালত।
জানুয়ারি ৯: সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে শুনানি শেষ। শুনানিতে মোট ৫০ জন সাক্ষ্যের সাক্ষী নেওয়া হয়েছে।
জানুয়ারি ১৮: ধৃত সিভিক ভলান্টিয়ারকে দোষীসাব্যস্ত করল শিয়ালদহ আদালত। আগামী ২০ জানুয়ারি সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস।