NPS Calculator: কীভাবে পাবেন মাসিক ৫০ হাজার টাকা পেনশন? এই উপায়ে অবসর জীবন নিরাপদ করুন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jun 07, 2022 | 10:39 AM

Narendra Modi: অবসরকালীন সুযোগ সুবিধা ও পেনশন স্কিম হিসেবে ন্যাশনাল ইনকাম সিস্টেম গোটা দেশের ভীষণ জনপ্রিয়। এই প্রকল্পে মাসে মাসে টাকা বিনিয়োগ করল অবসর জীবন মাসিক নির্দিষ্ট অঙ্কের টাকা নিশ্চিত হয়।

NPS Calculator: কীভাবে পাবেন মাসিক ৫০ হাজার টাকা পেনশন? এই উপায়ে অবসর জীবন নিরাপদ করুন
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

ভারতীয় নাগরিকদের অনেকেই ভবিষ্যতের কথা মাথায় রেখে এমন অনেক জায়গায় বিনিয়োগ করতে চান যেখানে বিনিয়োগ করলে কম ঝুঁকি থাকবে এবং ভবিষ্যতে ভাল অঙ্কের রিটার্ন মিলবে। সরকারি এবং বেসরকারি, বিভিন্ন ক্ষেত্রেই এই অঙ্কের বিনিয়োগের সুযোগ রয়েছে। অবসরকালীন সুযোগ সুবিধা ও পেনশন স্কিম হিসেবে ন্যাশনাল ইনকাম সিস্টেম গোটা দেশের ভীষণ জনপ্রিয়। এই প্রকল্পে মাসে মাসে টাকা বিনিয়োগ করল অবসর জীবন মাসিক নির্দিষ্ট অঙ্কের টাকা নিশ্চিত হয়। প্রাথমিকভাবে এই প্রকল্প শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য হলেও কেন্দ্রীয় সরকার এখন বেসরকারি সংস্থায় কর্মরতদের জন্য এই প্রকল্পে বিনিয়োগের রাস্তা খুলে দিয়েছে। ভারত সরকার এবং পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি যৌথভাবে এই পেনশন প্রকল্প চালায়। মাসে কত টাকা বিনিয়োগ করলে কত পেনশন মিলবে তা দেখার জন্য www.npstrust.org.in/content/pension-calculator এই লিঙ্কে যেতে হবে।

এনপিএসে বিনিয়োগের যোগ্যতা

এই সব ব্যক্তিরা এনপিএসে বিনিয়োগ করতে পারেন।

  1. ভারতীয় নাগরিক, এমনকী অনাবাসী ভারতীয়রাও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।
  2. এনপিএসে বিনিয়োগ করতে হলে বয়স ১৮ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে।
  3. এই স্কিমের নিয়ম অনুযায়ী কেওয়াইসি নিয়ম মেনে চলতে হবে।

কী ভাবে পাবেন ৫০ হাজার পেনশন?

যদিও কোনও ব্যক্তি ২৫ বছর বয়স থেকে এই প্রকল্পে মাসিক ৬,৫০০ টাকা করে বিনিয়োগ শুরু করেন, তবে অবসরকালীন সময়ে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ হবে ২৭ লক্ষ ৩০ হাজার টাকা। বার্ষিক ১০ শতাংশ রিটার্ন অনুযায়ী হিসেবে করলে জমা হওয়া মোট টাকার পরিমাণ হবে ২ কোটি ৪৬ লক্ষ টাকা। আপনি যদি এই কাজ করেন, তবে মাসিক ৪৯ হাজার ৭৬৮ টাকা পেনশন মিলবে এবং একসঙ্গে আপনি ১ কোটি ৫০ লক্ষ টাকাও পাবেন।

Next Article