Mutual Fund: ২০২৩-এ মালামাল হতে চান? এই ১০টি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 19, 2023 | 7:33 AM

Finance Tips: কোন ফান্ডে বিনিয়োগ করলে লাভ নিশ্চিত, তা কখনওই গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয়। তবে শেয়ার বাজারের ট্রেন্ড দেখে এমন কিছু ফান্ডে বিনিয়োগ করা যায়, যেখানে লাভ পাওয়ার সম্ভাবনা বেশি।

Mutual Fund: ২০২৩-এ মালামাল হতে চান? এই ১০টি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন...
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: সকলেই স্বপ্ন দেখেন ধনী হওয়ার, কিন্তু অর্থ সঞ্চয়ের সঠিক পন্থাই জানেন না অনেকে। ফলে দিনের শেষে চোখে বিপুল সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন থাকলেও, মানি ব্যাগে পড়ে থাকে দু-পাঁচ টাকা। যদি আপনিও কম সময়ে মোটা টাকা উপার্জন করতে চান, তবে আপনার এখনই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত। তবে বিনিয়োগের আগে কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত, তা জেনে নেওয়া প্রয়োজন। কারণ সঠিক খাতে বিনিয়োগ না করলে, তাতে লাভের বদলে ক্ষতিরই সম্ভাবনা বেশি।

কোন ফান্ডে বিনিয়োগ করলে লাভ নিশ্চিত, তা কখনওই গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয়। তবে শেয়ার বাজারের ট্রেন্ড দেখে এমন কিছু ফান্ডে বিনিয়োগ করা যায়, যেখানে লাভ পাওয়ার সম্ভাবনা বেশি। এমনই বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ডের নাম তুলে ধরা হল।

বাজারে বর্তমানে সেরা ১০টি লাভজনক মিউচুয়াল ফান্ড হল-

  • অ্যাক্সিস ব্লুচিপ ফান্ড (Axis Bluechip Fund)
  • মিরাই অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড (Mirae Asset Large Cap Fund)
  • পরাগ পারিখ ফ্লেক্সি ক্য়াপ ফান্ড (Parag Parikh Flexi Cap Fund)
  • ইউটিআই ফ্লেক্সি ক্য়াপ ফান্ড (UTI Flexi Cap Fund)
  • অ্যাক্সিস মিডক্য়াপ ফান্ড (Axis Midcap Fund)
  • কোটাক ইমার্জিং ইক্য়ুয়িটি ফান্ড (Kotak Emerging Equity Fund)
  • অ্যাক্সিস স্মল ক্য়াপ ফান্ড (Axis Small Cap Fund)
  • এসবিআই স্মল ক্য়াপ ফান্ড (SBI Small Cap Fund)
  • এসবিআই ইক্য়ুয়িটি হাইব্রিড ফান্ড (SBI Equity Hybrid Fund)
  • মিরায়ে অ্যাসেট হাইব্রিড ইক্যুয়িটি ফান্ড (Mirae Asset Hybrid Equity Fund)
Next Article