Bangla NewsBusiness Invest in this 10 Mutual funds to get great return in 2023
Mutual Fund: ২০২৩-এ মালামাল হতে চান? এই ১০টি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন…
Finance Tips: কোন ফান্ডে বিনিয়োগ করলে লাভ নিশ্চিত, তা কখনওই গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয়। তবে শেয়ার বাজারের ট্রেন্ড দেখে এমন কিছু ফান্ডে বিনিয়োগ করা যায়, যেখানে লাভ পাওয়ার সম্ভাবনা বেশি।
প্রতীকী চিত্র
Follow Us
নয়া দিল্লি: সকলেই স্বপ্ন দেখেন ধনী হওয়ার, কিন্তু অর্থ সঞ্চয়ের সঠিক পন্থাই জানেন না অনেকে। ফলে দিনের শেষে চোখে বিপুল সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন থাকলেও, মানি ব্যাগে পড়ে থাকে দু-পাঁচ টাকা। যদি আপনিও কম সময়ে মোটা টাকা উপার্জন করতে চান, তবে আপনার এখনই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত। তবে বিনিয়োগের আগে কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত, তা জেনে নেওয়া প্রয়োজন। কারণ সঠিক খাতে বিনিয়োগ না করলে, তাতে লাভের বদলে ক্ষতিরই সম্ভাবনা বেশি।
কোন ফান্ডে বিনিয়োগ করলে লাভ নিশ্চিত, তা কখনওই গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয়। তবে শেয়ার বাজারের ট্রেন্ড দেখে এমন কিছু ফান্ডে বিনিয়োগ করা যায়, যেখানে লাভ পাওয়ার সম্ভাবনা বেশি। এমনই বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ডের নাম তুলে ধরা হল।
বাজারে বর্তমানে সেরা ১০টি লাভজনক মিউচুয়াল ফান্ড হল-
অ্যাক্সিস ব্লুচিপ ফান্ড (Axis Bluechip Fund)
মিরাই অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড (Mirae Asset Large Cap Fund)
পরাগ পারিখ ফ্লেক্সি ক্য়াপ ফান্ড (Parag Parikh Flexi Cap Fund)