SBI FDs: এবার FD থেকে যখন খুশি টাকা তুলতে পারবেন গ্রাহকরা, বিশেষ স্কিমের অফার দিচ্ছে SBI

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 07, 2022 | 7:12 PM

SBI FDs: বিশেষ FD স্কিম অফার করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সেই FD স্কিমে ATM থেকে টাকা তুলতে পারবেন বিনিয়োগকারীরা।

SBI FDs: এবার FD থেকে যখন খুশি টাকা তুলতে পারবেন গ্রাহকরা, বিশেষ স্কিমের অফার দিচ্ছে SBI
ফাইল ছবি

Follow Us

জীবনে আয়ের পাশাপাশি সঞ্চয় করাও গুরুত্বপূর্ণ। কোনও আপৎকালীন মুহূর্তে বা অবসরকালে সম্বল থাকে এই সঞ্চয়টুকুই। তাই আগেভাগেই মাসিক খরচ থেকে অতিরিক্ত টাকা জমিয়ে রাখেন অনেকেই। তবে একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যাঙ্কে ফিক্সড ডিপোজ়িট (FD)খোলা হয়। সেই সময়কালে FD ভাঙা যায় না। বা ভেঙে ফেললে নির্ধারিত সুদ পান না বিনিয়োগকারী। তবে এবার সেই জটিলতা থেকে মুক্তি দিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)। দেশজুড়ে নিজের লক্ষ লক্ষ গ্রাহকদের আকর্ষণীয় হারে বিভিন্ন মেয়াদের FD স্কিমের অফার দেয় SBI। এছাড়াও SBI-র তরফে একটি বিশেষ FD স্কিমের সূচনা করা হয়েছে। যার মাধ্যমে FD থেকে টাকা চেক বা এটিএম দিয়ে তোলা যাবে টাকা।

গ্রাহকদের জন্য SBI মাল্টি অপশন ডিপোজ়িট (Multi Option Deposit Scheme) স্কিম শুরু করেছে। SBI-র এই বিশেষ FD স্কিমের আওতায় বিনিয়োগকারীরা যখন ইচ্ছে চেক ও এটিএম-র মাধ্যমে FD থেকে টাকা তুলতে পারেন। ১০০০ টাকার গুণীতকে যতবার খুশি টাকা তুলতে পারেন গ্রাহকরা। SBI-র ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘SBI মাল্টি অপশন ডিপোজ়িট স্কিম (MODS) হল মেয়াদী আমানত যেগুলো সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের (ব্যক্তিগত) সঙ্গে যুক্ত। আপনার টাকার প্রয়োজন হলে যেকোনও সময় ১০০০-র গুণিতকে একটি MODS অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। টাকা তোলার পর আপনার MODS অ্যাকাউন্টে পড়ে থাকা ব্যালেন্সের উপর আপনি সুদ পেতে থাকবেন। প্রাথমিক জমার সময় প্রযোজ্য মেয়াদী আমানতের হারেই মিলবে সুদ।’

উল্লেখ্য, বিনিয়োগকারীরা MOD FD স্কিমে কমপক্ষে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন। ১০০০ টাকার গুণিতকে যত খুশি বিনিয়োগ করতে পারেন। কাছের যেকোনও SBI শাখায় গিয়ে এই FD অ্য়াকাউন্ট খুলতে পারেন। এই ডিপোজ়িটের মেয়াদ ১ থেকে ৫ বছর। অন্যান্য FD তে ব্য়াঙ্কের প্রদত্ত সুদের হারেই এই FD স্কিমে সুদ দিচ্ছে ব্য়াঙ্ক।

Next Article