Aadhaar Card: আপনার আধার কার্ড আসল তো? কী ভাবে চিনবেন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 28, 2022 | 10:40 AM

Aadhaar Card: বর্তমানে আধার অত্যন্ত জরুরি। আর প্রযুক্তির রমরমায় সেই আধার কার্ড নকল করাও খুব কঠিন কাজ নয়।

Aadhaar Card: আপনার আধার কার্ড আসল তো? কী ভাবে চিনবেন
ছবি: ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: প্রত্যেক ভারতীয়ের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় সব কাজেই আধার কার্ড প্রয়োজন হয়। পরিচয় পত্র হিসেবেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আপনার কাছে একটি আধার কার্ড থাকাই যথেষ্ট নয়। সেই কার্ডটি আসল কি না, কার্ডের নম্বরটা ভুয়ো কি না, তা যাচাই করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। সাধারণত আধার ভেরিফাই সার্ভিস-এর মাধ্যমে যাচাই করে নেওয়া যায় আধার কার্ড। শুধু নিজের কার্ডই নয়, অন্য কারও আধার কার্ডের নম্বরও আসল কি না, তা যাচাই করে নেওয়া যায়। ইউনিক আইডেন্টিফিকেশন অব ইন্ডিয়া বা ইউআইডিএআই-এর তরফ থেকে উল্লেখ করা হয়েছে, কারও বাড়িতে কেউ কাজ করতে গেলে, তাঁর নম্বর এ ভাবে যাচাই করে নেওয়া যায়।

প্রযুক্তির সাহায্যে বর্তমানে অনেকেই আধার কার্ড নকল করে থাকে। নকল আধার কার্ড নিয়ে অনেক কুকাজও করা হয়। সে সব থেকে সতর্ক থাকার জন্যই যাচাই করে নেওয়া জরুরি।

কী ভাবে বুঝবেন আধার কার্ড আসল না নকল?

আধার নম্বরের সত্যতা যাচাই করতে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। uidai.gov.in-এ ক্লিক করতে হবে। সেখানে পরপর কয়েকটি ধাপ পেরলেই জানা যাবে আধার নম্বর ভুয়ো কি না।

১. ওয়েবসাইটে গিয়ে প্রথমেই মাই আধার (My Aadhaar) অপশনে ক্লিক করতে হবে।

২. আধার সংক্রান্ত একাধিক পরিষেবার তালিকা খুলে যাবে সেখানে।

৩. সেই তালিকা থেকে ভেরিফাই অ্যান আধার নম্বর (Verify an Aadhaar number) অপশন খুলতে হবে।

৪. ক্লিক করলে খুলে যাবে আধার নম্বর দেওয়ার জায়গা। সেখানেই ১২ অঙ্কের আধার নম্বর দিতে হবে।

৬. এরপর ক্যাপচা দিতে হবে।

৭. মোবাইল নম্বর দিলে অন্য একটি পেজ খুলে যাবে ওয়েবসাইটে।

৮. সেই নতুন পেজে গিয়ে আধার নম্বর, বয়স, রাজ্য ইত্যাদি দেখা যাবে। ওই তথ্যগুলি দিয়ে নাম রেজিস্টার্ড থাকলে বোঝা যাবে আধার নম্বরটি আসল।

আরও পড়ুন: COVID-19 in India: শিকেয় সচেতনতা, সুযোগ পেয়েই ৩ হাজারের গণ্ডি পার করল করোনার দৈনিক সংক্রমণ!

আরও পড়ুন: Booster Dose: বুস্টার ডোজ় নেওয়ার জন্য আর ৯ মাসের অপেক্ষা নয়, শীঘ্রই নয়া ঘোষণা করতে পারে কেন্দ্র

Next Article