AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্রেতাদের ঠকাতে হুবহু নকল, GOLD FLAKE নিয়ে মামলা উঠল হাই কোর্টে

ITC: আইটিসি-র তরফে আরও অভিযোগ করা হয়েছে যে, গোল্ড ফ্লেকের মতো অবিকল একই দেখতে প্যাকেট বানিয়ে, তাতে সামান্য কিছু বদল করা হয়েছে। যেমন ‘GOLD FLAKE’-এর বদলে ‘GOLD FLAME’। আইটিসি-র গুডউইল নষ্ট করতে ইচ্ছাকৃত এই সব নকল করা হয়েছে বলে দাবি করেছে সংস্থা।

ক্রেতাদের ঠকাতে হুবহু নকল, GOLD FLAKE নিয়ে মামলা উঠল হাই কোর্টে
Image Credit: Pixabay
| Updated on: Nov 26, 2025 | 8:43 PM
Share

নয়া দিল্লি: ১০০ বছরের ট্রেডমার্ক। আর সেটাই নকল করে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছে কিছু সংস্থা। এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে ‘আইটিসি’ (ITC)। দেশের অন্যতম বহুল বিক্রিত সিগারেট ‘গোল্ড ফ্লেক’ (Gold Flake)। সেই প্রোডাক্ট নকল করে বিভ্রান্ত করা হচ্ছে ক্রেতাদের! এমনটাই অভিযোগ। সংস্থার ঐতিহ্য রক্ষার পক্ষেই আদালত।

স্থানীয় কিছু সংস্থা Gold Flame, Gold Fighter নামে সিগারেট বাজারে এনেছে, যেগুলির প্যাকেটের রঙ, লেখার হরফ, লোগো অবিকল আইটিসি-র ‘গোল্ড ফ্লেক’-এরই মতো। এই অভিযোগ জানিয়েই দিল্লি হাইকোর্টে একটি মামলা হয়। আইটিসি সোমবারের শুনানিতে জানিয়েছে, ১৯১০ সাল থেকে এটা আইটিসি-র ট্রেডমার্ক। আদালতও বলেছে যে, আইটিসি-র পণ্যের সঙ্গে ‘GOLD’ শব্দটা অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছে।

এর আগে ২০২৪-এ আইটিসি-র পক্ষে ও পেলিকান টোবাকো কোম্পানি লিমিটেড-এর বিপক্ষে একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। সোমবার বিচারপতি তেজস কারিয়া বলেন, “ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই এভাবে ট্রেডমার্ক নকল করা হয়েছে।” আইটিসি-র তরফে আরও অভিযোগ করা হয়েছে যে, গোল্ড ফ্লেকের মতো অবিকল একই দেখতে প্যাকেট বানিয়ে, তাতে সামান্য কিছু বদল করা হয়েছে। যেমন ‘GOLD FLAKE’-এর বদলে ‘GOLD FLAME’। আইটিসি-র গুডউইল নষ্ট করতে ইচ্ছাকৃত এই সব নকল করা হয়েছে বলে দাবি করেছে সংস্থা।

শুনানিতে সংস্থার তরফে মনে করিয়ে দেওয়া হয়েছে যে, অনেক সময় প্যাকেটের বদলে একটা করে সিগারেটও বিক্রি করা হয়। সে ক্ষেত্রে তফাৎ বোঝাটা আরও কঠিন। এভাবেই সংস্থাগুলি লাভের অঙ্ক বাড়াতে চাইছে বলে দাবি শতবর্ষ পুরনো এই সংস্থার।

অন্যদিকে, পেলিকান টোবাকো কোম্পানি লিমিটেড বলছে, আইটিসি দেরী করে ফেলেছে। ২০১৭ থেকে সিগারেট বিক্রি করছে পেলিকান। যার নাম ‘GOLD FLAME’। তাদের দাবি, ক্রেতারা নাম দেখেই সিগারেট কেনেন।