কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে আয়কর জমা (Income Tax Return) দেওয়ার ডেডলাইন বাড়ানো হবে না। অর্থাৎ, ৩১ জুলাইয়ের মধ্যেই সকল করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে। ইতিমধ্যেই ৩ কোটি নাগরিক আয়কর জমা দিয়ে দিয়েছেন। এ বছর ডেডলাইন না বাড়ালেও গত বছর আয়কর রিটার্ন দাখিল করার সময় বাড়িয়ে ডিসেম্বর করা হয়েছিল। ৩১ ডিসেম্বর অবধি ITR জমা করতে পেরেছিলেন করদাতারা। গত বছর প্রায় ৫.৯০ কোটি সাধারণ ITR জমা দিয়েছিল।
রেভেনিউ সেক্রেটারি তরুণ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, ডেডলাইন বাড়ানো হবে না। এবং যাঁরা সময়ের মধ্যে ITR ফাইল করতে ব্যর্থ হবেন তাঁদের জরিমানা করা হবে। যাঁরা ৩১ জুলাইয়ের পর ITR দাখিল করবেনা তাঁদের থেকে লেট ফি বাবদ ৫ হাজার টাকা নেওয়া হবে। যাঁদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি তাঁদের ক্ষেত্রে জরিমানার এই নিয়ম কার্যকর হবে। যাঁদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম তাঁদের ১ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।
কীভাবে ITR ২০২২ দাখিল করবেন?
আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যান। ওয়েবসাইটের লিঙ্ক incometaxindiaefiling.gov.in
আপনার PAN নম্বর দিয়ে লগ ইন করুন।
হোমপেজে ‘Download’ অপশনে যান। যথাযুক্ত বছরের অন্তর্ভুক্ত ITR-1 (সহজ) রিটার্ন প্রস্তুতি সফটওয়্যার নির্বাচন করুন। এক্সেল ফরম্যাটে এটি ডাউনলোড হবে।
ফাইলটি খুলুন এবং এক্সেল শিটে ফর্ম-১৬ থেকে প্রয়োজনীয় তথ্য দিন।
সব প্রয়োজনীয় তথ্যের হিসেব করে নিন এবং শিটটি সেভ করে রাখুন।
‘Submit Return’ বোতামে ক্লিক করুন এবং সেভ করা এক্সেল শিটটি আপলোড করুন।
এরপর ডিজিটাল সই আপলোড করুন। এই ধাপটি বাদ দিয়েও যেতে পারেন।
সফলতার সঙ্গে ITR ফাইল হয়ে গেলে স্ক্রিনে মেসেজ দেখা যাবে।
ITR ভেরিফিকেশনের স্বীকারোক্তি ফর্ম আপনার রেজিস্টার করা মেইল আইডিতে পঠিয়ে দেওয়া হবে।