ITR Filing FY 2021-22 : ITR-১ ফর্ম দাখিল করবেন! হাতে রাখুন এই ৯ টি নথি

ITR Filing FY 2021-22 : ৩১ জুলাই শেষ আয়কর জমা দেওয়ার শেষ দিন। ITR-১ ফর্ম দাখিল করার সময় হাতের কাছে রাখতে হবে ৯ টি গুরুত্বপূর্ণ নথিপত্র।

ITR Filing FY 2021-22 : ITR-১ ফর্ম দাখিল করবেন! হাতে রাখুন এই ৯ টি নথি
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 3:52 PM

হাতে মাত্র আর কয়েকদিন। কেন্দ্রের তরফে ২০২১-২২ অর্থবর্ষে আয়কর জমা দেওয়ার দিন বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সম্প্রতি ডেডলাইন বাড়ানোর কথা নাকচ করে দিয়েছে কেন্দ্র। ৩১ জুলাইয়ের মধ্যে সকল আয়কর দাতাদের আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করতে হবে। হাতে সময় বেশি নেই। তাই দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলাই শ্রেয়।

৭ ধরনের ITR ফর্ম রয়েছে। বেতনভুক কর্মচারীদের ITR ফর্ম -১ বা সহজ-এ করতে হবে আবেদন। এই ফর্মে বিভিন্ন ক্ষেত্রে অ্যালাওয়েন্স সহ বিভিন্ন তথ্য দিতে হবে। তবে যাঁরা ফর্ম-১১ র মাধ্যমে ITR ফাইল করবেন তাঁদের হাতের কাছে রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। ITR-১ এর জন্য কী কী নথিপত্র লাগবে এক নজরে দেখে নিন –

১. সাধারণ তথ্য 

যেমন প্যান কার্ড ও আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি তো লাগবেই।

২. বেতন/পেনশন

নিয়োগকারী সংস্থার দেওয়া ফর্ম ১৬।

৩. নিজস্ব সম্পত্তি (বাড়ি) থেকে আয় 

বাড়ি ভাড়ার রসিদ ও গৃহঋণের ক্ষেত্রে কেটে নেওয়া সুদের ব্য়াঙ্কের স্টেটমেন্ট

৪. অন্যান্য সূত্র 

সেভিংস অ্য়াকাউন্ট ও ফিক্সড ডিপোজ়িটের উপর সুদের জন্য ব্যাঙ্কের স্টেটমেন্ট/ পাসবুক

৫. অধ্যায় VI-A -র অন্তর্ভুক্ত ছাড়ের আবেদন :

পিএফ/এনপিএস এ আপনার অবদান

আপনার সন্তানের স্কুল বাবদ খরচ

স্ট্যাম্পে কর এবং রেজিস্ট্রেশন চার্জ

গৃহঋণের ক্ষেত্রে মূল রিপেমেন্ট

ইক্যুইটির সঙ্গে সংযুক্ত সেভিং স্কিম / মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ

৮০ জি এর জন্য যোগ্য অনুদানের বিবরণ সহ রসিদ

৮০ সি, ৮০ সিসিসি ও ৮০ সিসিডি (১) ধারা অনুযায়ী গ্রহণযোগ্য মোট ছাড়ের পরিমাণ যা ১.৫ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে

৬. ২০২০ সালের ১ এপ্রিল থেকে ৩০৩০ সালের ৩১ জুলাই অবধি যদি কোনও বিনিয়োগ/ জমা/ অর্থপ্রদান করে থাকেন শিডিউল DI পূর্ণ করুন। এর ফলে অধ্যায় VIA এর পার্ট B থেকে ছাড়ের আবেদন করা যাবে

৭. কর প্রদানের বিশদ তথ্য 

আপনার 26AS ফর্মে থাকা অর্থপ্রদানের বিস্তারিত তথ্য যাচাই করে নিন

৮. টিডিএস-র বিস্তারিত তথ্য 

TAN-র (Tax Deduction Account Number) বিস্তারিত তথ্য এবং ফর্ম ১৬ (বেতনের জন্য) ১৬এ (বেতনের ছাড়া) ও ১৬ সি (ভাড়া) তে ঋণের পরিমাণ যাচাই করে নিন।

ভাড়াটের প্যান/আধার

৯. অন্যান্য তথ্য

কৃষিক্ষেত্র ও ডিভিডেন্ড থেকে আয়

ভারতে থাকা সমস্ত ব্যাঙ্ক অ্য়াকাউন্টের তথ্য

৮৯ ধারার অধীনে রিলিফ দাবি করা হলে ফর্ম ১০ই