Gold Price Today : সপ্তাহের প্রথম দিনে কমল না সোনার দাম! কত রইল হলুদ ধাতুর দর?
Gold Price Today : সোমবার সোনার দামে কোনও হেরফের হয়নি। তবে এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ২০০ টাকা।
কলকাতা : সপ্তাহের প্রথম দিনেই অপরিবর্তিত রইল সোনার দাম। শুক্রবার সোনার দাম বাড়লেও এদিন সোনার দামে কোনও হেরফের দেখা যায়নি। গত শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৫০০ টাকা। তবে সোনার দামে কোনও ওঠা-পড়া দেখা যায়নি। তবে এদিন দাম কমেছে রুপোর। সোমবার ১ কেজি রুপোর দাম কমেছে ২০০ টাকা।
সোমবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৯০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৫২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৯০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৯,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১১৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৯২৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,১৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১১,৬০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৪,৯০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
পরপর গত দু’দিন সোনার দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। এদিনও সেই ট্রেন্ডই দেখা গেল। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৯০০ টাকা। তবে গত চারদিনে সর্বোচ্চ রয়েছে সোনার দাম। তবে এদিন রুপোর দামে পতন দেখা গিয়েছে। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ২০০ টাকা।
বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছিল। সোমবার বিশ্ব বাজারে খানিকটা দাম বেড়েছে সোনার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৭২৮.৫৬ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৩৩০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৬৫ টাকা। আজ বাড়ল পিসি জুয়েলারের শেয়ারের দাম। তবে এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম রয়েছে ৫১.৯০ টাকা।