করোনা মহামারির সময় অনেকেই বিভিন্ন আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। হঠাৎ করে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন থেকে শুরু করে বিনা নোটিসে চাকরি চলে যাওয়া। বিভিন্ন কারণে টাকার প্রয়োজন হয়েছে অনেকেরই। আর্থিক সাহায্য়ের জন্য সেই সময় অনেকেই কোনও পরিচিত ব্যক্তি ও আত্মীয় স্বজনের থেকে টাকা ধার নিয়েছেন হয়তো। সেই ধার নেওয়া টাকা কিন্তু আয়করের আওতার বাইরে। তবে কর ছাড় পাওয়ার জন্য কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ধার নেওয়া ব্যক্তিকে।
এই বিষয়ে প্রত্যক্ষ করের কেন্দ্রীয় বোর্ড (Central Board of Direct Taxes) ৫ অগস্ট এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। কোভিডের চিকিৎসার জন্য প্রাপ্ত অর্থের উপর কর ছাড় পেতে কী কী করতে হবে এবং কোন কোন নথির প্রয়োজন তা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, সরকার ২০২১ সালের ২৫ জুন ঘোষণা করেছিল, যদি কোনও ব্য়ক্তি করোনার চিকিৎসার জন্য আত্মীয় স্বজনের কাছে থেকে টাকা নেন বা কোভিডে পরিবারের কোনও সদস্যের মৃত্যু হলে কোনও সংস্থা কর্তৃক টাকা পেলে তা আয়করের আওতায় আসবে না। ২০১৯-২০ অর্থবর্ষ থেকে এই কর ছাড় প্রযোজ্য হয়েছে।
সিবিডিটি-র বিজ্ঞপ্তি অনুসারে যে ব্যক্তিরা করোনা চিকিৎসার জন্য টাকা নিয়েছেন তার কোম্পানিতে নিম্নলিখিত নথি জমা দিতে হবে :
ফর্ম নম্বর ১ এ কী কী তথ্য দেবেন?