নয়া দিল্লি: দীপাবলির আর মাত্র কয়েকটা দিন বাকি। এটা শুধুমাত্র আনন্দ এবং আলোর উত্সব নয়। এই সময় বিভিন্ন সংস্থা থেকে উপহার এবং বোনাসও দেওয়া হয়ে থাকে। দীপাবলিতে উপহার দেওয়াটা একটা অন্যতম রীতি। বেসরকারি সংস্থাগুলোও এই উৎসব উপলক্ষে তাদের কর্মীদের উপহার দেয়। কিন্তু আপনি কি জানেন, উপহার হিসাবে প্রাপ্ত পণ্য বা অর্থের জন্য ভারতে কর দিতে হয়? যদি না জেনে থাকেন, তাহলে আজ আমরা আপনাকে বলব, আয়কর আইন অনুসারে কোন কোন উপহারে কর দিতে হয় এবং কত কর দিতে হয়।
আয়করের নিয়ম অনুসারে, কোনও আর্থিক বছরে ৫০,০০০ টাকা পর্যন্ত উপহার পেলে কর দিতে হয় না। উপহারের পরিমাণ তার উপরে কর দিতে হবে। অর্থাৎ, আপনি যদি এক বছরে ৫০,০০০ টাকার বেশি মূল্যের উপহার পেয়ে থাকেন, তবে আপনাকে পুরো উপহারের পরিমাণের উপর আয়কর দিতে হবে। ধরা যাক, কোনও আর্থিক বছরে আপনি প্রথমে ২৫,০০০ টাকার এবং পরে আরও ২৮,০০০ টাকা মূল্যের উপহার পেলেন। তাহলে আপনার বছরে উপহার প্রাপ্তির মোট পরিমাণ হল ৫৩,০০০ টাকা। এই পরিস্থিতিতে, আপনাকে কর দিতে হবে। আপনার আয়ের সঙ্গেই এটি যোগ করা হবে এবং ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর আরোপ করা হবে।
আসলে কেউ যদি ৫০,০০০ হাজার টাকার বেশি মূল্যের উপহার পান, তাহলে সেটা ‘অন্যান্য উত্স থেকে আয়’ হিসাবে বিবেচনা করা হয়। যদি আপনি বছরে ২৫,০০০ এবং ১৮,০০০ টাকার উপহার পেতেন, তাহলে ওই বছরে প্রাপ্ত উপহারের মোট মূল্য দাঁড়াত ৪৩,০০০ টাকা। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনও কর দিতে হবে না।
উপহারের উপর কর নির্ভর করে, কে উপহার দিচ্ছে তার উপরও। আপনি যদি আত্মীয়স্বজনদের কাছ থেকে উপহার পেয়ে থাকেন, তবে উপহারের পরিমাণ ৫০,০০০ টাকার বেশি হলেও কোনও কর দিতে হবে না। আত্মীয়স্বজনদের মধ্যে স্ত্রী, স্বামী, ভাই, বোন, বাবা-মা, স্ত্রী বা স্বামীর ববা-মা এবং আরও কয়েকজনকে ধরা হয়।