কলকাতার ময়দানেও ১০০ নট আউট পেট্রল, জ্বালানিতে জ্বলছে দেশ

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 07, 2021 | 11:57 AM

Petrol-Diesel Price: কলকাতায় ৩৯ পয়সা বেড়ে লিটারপ্রতি পেট্রলের দাম দাঁড়িয়েছে ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলের দামও ২৩ পয়সা বেড়ে এখন ৯২ টাকা ৫০ পয়সা।

কলকাতার ময়দানেও ১০০ নট আউট পেট্রল, জ্বালানিতে জ্বলছে দেশ
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: জেলা আগেই এগিয়ে গিয়েছিল। এ বার খাস কলকাতাও। ১ লিটার পেট্রল (Petrol) এখন ১০০ পার। জ্বালানির বোঝায় কার্যত নাজেহাল সারা দেশ। তরতরিয়ে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। বাড়ছে গ্যাসের দামও। বুধবার কলকাতায় ৩৯ পয়সা বেড়ে লিটারপ্রতি পেট্রলের দাম দাঁড়িয়েছে ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলের দামও ২৩ পয়সা বেড়ে এখন ৯২ টাকা ৫০ পয়সা।

পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের পর লাগাতার দাম বেড়েছে পেট্রলের। ২ মে ফলপ্রকাশ হয়েছিল বিধানসভা নির্বাচনের। তারপর ৪ মে থেকে এ পর্যন্ত মোট ৩৬ বার পেট্রলের দাম বেড়েছে। ৩৬ বারে পেট্রলের দাম বেড়েছে ৯ টাকা ৬১ পয়সা। আর গত এক বছরে পেট্রলের দাম বেড়েছে ১৮ টাকা ১৩ পয়সা। গত ১ বছরে ডিজেলেরও দাম বেড়েছে ১৭ টাকা ৮৬ পয়সা।

পরিবহণ জ্বালানির পাশাপাশি দামবৃদ্ধির জ্বালা হেঁশেলেও। রান্নার গ্যাসও প্রায় ৯০০ টাকা ছুঁইছুঁই। স্বভাবতই বিরোধীরা এর জন্য নিশানা করেছে কেন্দ্রকে। আর কেন্দ্র দামবৃদ্ধির জন্য দায়ী করছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামকে। তবে ওয়াকিবহাল মহল আরেকটা বিষয়ও তুলে ধরছেন, তা হল কেন্দ্রীয় শুল্ক।

আরও পড়ুন: বিশ্লেষণ: ভেনেজুয়েলায় ১ টাকায় পেট্রল, ভারতে ১০২! নেপথ্যে কার কারসাজি?

নাগাড়ে কেন্দ্রীয় সরকার শুল্ক বাড়িয়েছে পেট্রল-ডিজেলের ওপর, রাজ্যও ভ্যাট বাড়িয়েছে। ফলে মহার্ঘ পেট্রল-ডিজেল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম আদমির জন্য তেলের দামে সুরাহা চেয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এ দিকে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে তৃণমূল। পাল্টা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ব্যাখ্যা, তেলের দাম সম্পূর্ণটা সরকারের হাতে নেই। দোষ চাপিয়েছেন পূর্ববর্তী কংগ্রেস সরকারের ওপর।

আরও পড়ুন: ২০০৯ সালে লোকসভা নির্বাচনেও দমদম কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন সনাতন! আরও এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

Next Article