কলকাতা: বুধবার বাড়ল সোনার (Gold) দাম। গত ৫ দিনে সোনার দাম বেড়েছে ১৫০০ টকা। এ যেন স্বর্ণপ্রেমীদের জন্য খারাপ খবর। কলকাতায় (Kolkara) আজ সোনার দাম– পাকা সোনা ২৪ ক্যারেট প্রতি গ্রাম ৪৮৬০ টাকা। গয়নার সোনা ২২ ক্যারেট প্রতি গ্রাম ৪৬১০ এবং হলমার্ক সোনা ২২ ক্যারেট প্রতি গ্রাম ৪৬৮০ টাকা। তবে রুপোর দাম একই রয়েছে।
করোনার কোপে সারা দেশের নানা জায়গায় লকডাউন চলছে। লকডাউনের জেরে ধাক্কা খেয়েছে সোনার চাহিদা। খুচরো ব্যবসায়ীদের মতে, সোনার চাহিদা আগের থেকে কমেছে। এখন বেঁচে থাকাটাই মানুষের কাছে যেন প্রধান দায় হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে সোনার দাম কমতে পারে। দ্রুতই সোনা কেনার সুবর্ণ সুযোগ আসবে। তখন সঞ্চয় করার জন্য ভাল সময় হবে। দাম কম থাকার সময় কিছুটা সোনা কিনে রাখলে লাভবান হতে পারেন।
কিছুদিন আগেই সোনার দাম অনেকটা নেমেছিল। সাধারণ মানুষের হাতের নাগালে চলে এসেছিল। তবে আবার হলুদ ধতুর দাম বাড়ায় দুশ্চিন্তা বহু মানুষের। এখন পাকা সোনা ২৪ ক্যারেট ১০ গ্রাম ৪৮৬০০ টাকা। গয়নার সোনা ২২ ক্যারেট ১০ গ্রাম ৪৬১০০ টাকা এবং হলমার্ক সোনা ২২ ক্যারেট ১০ গ্রাম ৪৬৮০০ টাকা।
আরও পড়ুন: করোনাকে হারিয়ে ৮৫ দিন পর জীবনযুদ্ধে কামব্যাক ভরতের