AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Banking Transaction: সমস্ত UPI লেনদেনে আসবে না SMS, জানুন ব্যাঙ্কের নয়া নিয়ম

UPI: কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১০০ টাকার বেশি ডেবিট এবং ক্রেডিট লেনদেন ৫০০ টাকার বেশি হলে SMS অ্যালার্ট পাওয়া যাবে।

Banking Transaction: সমস্ত UPI লেনদেনে আসবে না SMS, জানুন ব্যাঙ্কের নয়া নিয়ম
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: May 19, 2023 | 12:22 AM
Share

নয়া দিল্লি: আপনি কি কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের গ্রাহক! আপনাদের জন্য সুখবর! এবার থেকে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের (Kotak Mahindra Bank) গ্রাহকেরা প্রতিটি UPI লেনদেনের মেসেজ পাবেন না। ১৫ মে থেকেই এই নিয়ম চালু করেছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক। ফলে যদি বারবার পেমেন্ট ব্যর্থ হয় এবং টাকা কেটে নেয়, তাহলে অনেক সমস্যায় পড়তে হবে। তবে মেসেজ না এলেও অন্য উপায়ে লেনদেনের তথ্য জানা যেতে পারে। কেন UPI লেনদেনের মেসেজ আসবে না এবং কিভাবে লেনদেনের তথ্য জানা যাবে, তা স্পষ্ট করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এখানে বিস্তারিত জেনে নিন…

UPI লেনদেনে কেন আসবে না SMS? কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১০০ টাকার বেশি ডেবিট এবং ক্রেডিট লেনদেন ৫০০ টাকার বেশি হলে SMS অ্যালার্ট পাওয়া যাবে। UPI লেনদেন যদি ৫০০ টাকার কম হয়, তাহলে কোনও মেসেজ আসবে না। তবে ব্যাঙ্ক স্টেটমেন্টে পুরো তথ্য মিলবে। এছাড়া আরও একটি উপায়ে মেসেজ পাওয়া যাবে

মেসেজ পাওয়ার জন্য এটা করতে হবে যদি গ্রাহকেরা প্রতিটি লেনদেনের মেসেজ চাইছেন, তাহলে কোটাকের মোবাইল ব্যাঙ্কিং থেকে SMS ব্যাঙ্কিং এনাবেল করতে হবে। তাহলেই প্রতিটি লেনদেনের বার্তা মিলবে।

কোটাক ব্যাঙ্কের অ্যাপের মাধ্যমে কীভাবে UPI পেমেন্ট করবেন? ১)প্রথমে Kotak-এর মোবাইল অ্যাপ খুলতে হবে। ২) My Kotak বা Banking বিভাগে যেতে হবে এবং BHIM UPI-এ ক্লিক করতে হবে। ৩) Manage VPA এ ক্লিক করে Create VPA এ ক্লিক করুন। ৪) আপনার অ্যাকাউন্ট নির্বাচন করুন যেটি আপনি VPA এর সঙ্গে লিঙ্ক করতে চান। ৫) আপনার VPA লিখুন। ৬) এবার আপনার বিস্তারিত তথ্য যাচাই করুন এবং নিশ্চিত করুন-এ ক্লিক করুন। ৭) এবার আপনি Kotak-এর মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ থেকে UPI ব্যবহার করতে পারবেন।