Lakshadweep: লাক্ষাদ্বীপ যেতে চান? কীভাবে যাবেন এবং ট্রেন ও বিমান ভাড়া কত জানুন

Sukla Bhattacharjee |

Jan 09, 2024 | 9:32 AM

Lakshadweep tour route: যারা প্লেনের চেয়ে ট্রেনে বেশি ভ্রমণ করে, তাদের জন্য লাক্ষাদ্বীপ যাওয়া একটু দুরূহ। শুধু দেশের রাজধানী দিল্লি থেকে নয়, দেশের অন্য কোনও কোণ থেকে লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য সরাসরি কোনও ট্রেন নেই। ট্রেনে সফর করলে প্রথমে কেরলের এর্নাকুলাম দক্ষিণ রেলওয়ে স্টেশনে পৌঁছাতে হবে। সেখান থেকে সমুদ্র ও বিমান পথে লাক্ষাদ্বীপে পৌঁছাতে হবে।

Lakshadweep: লাক্ষাদ্বীপ যেতে চান? কীভাবে যাবেন এবং ট্রেন ও বিমান ভাড়া কত জানুন
লাক্ষাদ্বীপ সৈকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর করে ছবি পোস্ট এবং তার প্রেক্ষিতে মলদ্বীপের সরকারি কর্মকর্তাদের বিতর্কিত মন্তব্যের পরই লাক্ষাদ্বীপ আলোচনার বিষয় হয়ে উঠেছে। শুধু আলোচনা নয়, পর্যটন কেন্দ্র হিসেবেও লাক্ষাদ্বীপের গুগল সার্চ ট্রেন্ড রেকর্ড গড়েছে। এখন ভ্রমণপিপাসুদের অনেকেই এই দ্বীপে গিয়ে সেখানকার সৌন্দর্য উপভোগ করতে চায়, যেমনটি প্রধানমন্ত্রী মোদী করেছেন। কিন্তু লাক্ষাদ্বীপে যাবেন কীভাবে? কোনও ট্রেন কি সেখানে যায়? এমন কোনও ফ্লাইট আছে যা লাক্ষাদ্বীপে পৌঁছাতে পারে? যদি থাকে তাহলে কত সময় লাগবে? ভাড়া কত হবে? না থাকলে কীভাবে পৌঁছানো যাবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মনে। একঝলকে জেনে নেওয়া যাক এই সব প্রশ্নের উত্তর।

ট্রেনে লাক্ষাদ্বীপ ভ্রমণ

যারা প্লেনের চেয়ে ট্রেনে বেশি ভ্রমণ করে, তাদের জন্য লাক্ষাদ্বীপ যাওয়া একটু দুরূহ। শুধু দেশের রাজধানী দিল্লি থেকে নয়, দেশের অন্য কোনও কোণ থেকে লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য সরাসরি কোনও ট্রেন নেই। ট্রেনে সফর করলে প্রথমে কেরলের এর্নাকুলাম দক্ষিণ রেলওয়ে স্টেশনে পৌঁছাতে হবে। সেখান থেকে সমুদ্র ও বিমান পথে লাক্ষাদ্বীপে পৌঁছাতে হবে।
তবে দিল্লি থেকে এর্নাকুলাম যাওয়ার জন্য অনেক ট্রেন আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল, নয়া দিল্লি থেকে হিমসাগর এক্সপ্রেস, নিজামুদ্দিন থেকে মঙ্গলা লক্ষদ্বীপ এক্সপ্রেস, টিভিসি রাজধানী, কেরালা এক্সপ্রেস, মিলেনিয়াম এক্সপ্রেস এর্নাকুলাম যায়।

ভাড়া কত হবে?

টিভিভি রাজধানীতে ভ্রমণে সময় লাগবে প্রায় ৩৭ ঘণ্টা। এই ট্রেনের 3 AC-এর ভাড়া ৪৮৫০ টাকা, 2 AC-এর ভাড়া ৬৬৬৫ টাকা, এবং 1 AC-এর ভাড়া ৮৮৮৫ টাকা৷
মঙ্গলা লক্ষদ্বীপ এক্সপ্রেসে যাত্রার সময় প্রায় ৫০ ঘণ্টা লাগবে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া ৯৮৫ টাকা, 3AC ভাড়া ২৫৩০ টাকা, 2AC ভাড়া ৩৭০৫ টাকা।
কেরল এক্সপ্রেসে যাত্রা করতে সময় লাগবে প্রায় ৪৫ ঘণ্টা। এর স্লিপার ক্লাসের ভাড়া ৯৪০ টাকা, 3AC ভাড়া ২৪২০ টাকা, 2AC ভাড়া ৩৫৩৫ টাকা।
হিমসাগর এক্সপ্রেসের যাত্রার সময় প্রায় ৫০ ঘণ্টা। এর স্লিপারের ভাড়া ৯১০ টাকা, 3AC ভাড়া ২৩৭৫ টাকা, 2AC ভাড়া ৩৪৯০ টাকা।

কীভাবে এর্নাকুলাম থেকে লাক্ষাদ্বীপে যাবেন?

এর্নাকুলাম থেকে লাক্ষাদ্বীপে যাওয়ার দুটি উপায় রয়েছে। প্রথমত, আকাশপথ এবং দ্বিতীয়টি সমুদ্রপথ।

আকাশপথে যেতে হলে লাক্ষাদ্বীপের আগত্তি দ্বীপে আগাত্তি বিমানবন্দর যেতে হবে। কোচি বিমানবন্দর থেকে আগাত্তিতে প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট রয়েছে। প্রায় দেড় ঘণ্টার মধ্যে কোচি থেকে আগত্তিতে পৌঁছনো যায়।

আর সমুদ্রপথে যেতে হলে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার কোচি থেকে ফেরি পরিষেবার অনেকগুলি বিকল্প রয়েছে। জাহাজে লাক্ষাদ্বীপে পৌঁছতে ১২ থেকে ২০ ঘণ্টা লাগে। বর্তমানে ৭টি জাহাজ চলাচল করছে। যার মধ্যে রয়েছে MV Amindivi, MV আরব সাগর, MV ভারত সীমা, MV দ্বীপ সেতু, MV Kavaratti, MV লক্ষদ্বীপ সাগর এবং MV Minicoy। প্রতিটির ভাড়া আলাদা।

দিল্লি থেকে লাক্ষাদ্বীপের সরাসরি বিমান ভাড়া

দিল্লি থেকে সরাসরি বিমানে লাক্ষাদ্বীপের আগত্তি বিমানবন্দরে যাওয়া যায়। কোচি ভায়া হয়ে লাক্ষাদ্বীপ যাওয়া যায়। তবে, অনেক বিমান সংস্থা দিল্লি থেকে লাক্ষাদ্বীপে সরাসরি পরিষেবা দিচ্ছে। সেক্ষেত্রে দুই থেকে তিনবার থামতে হতে পারে।

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট ও ভিস্তারা দিল্লি থেকে লাক্ষাদ্বীপের বেঙ্গালুরু, কোচি বা মুম্বই ভায়া পরিষেবা দেয়। ১২ ঘণ্টা থেকে ১৬ ঘণ্টা সময় লাগে। ভাড়া ১১ হাজার টাকা থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত। বিমানের সময় ও স্টপেজ অনুযায়ী ভাড়ার কম-বেশি হয়।

Next Article