করোনা আবহে ফুলেফুঁপে উঠেছে ওষুধ কোম্পানি ও বিমার শেয়ার

সুমন মহাপাত্র |

Apr 21, 2021 | 6:51 PM

দ্বিতীয় সংক্রমণের ঢেউয়ের তোড়ে সেই স্বপ্নের গতিতে ছুটছে না সেনসেক্স-নিফটি (Sensex-Nifty)। কিন্তু করোনা আবহে ওষুধ নির্মাতা ও জীবন বিমা সংস্থাগুলির সার্বিক ফল ভাল।

করোনা আবহে ফুলেফুঁপে উঠেছে ওষুধ কোম্পানি ও বিমার শেয়ার
প্রতীকী চিত্র

Follow Us

মুম্বই: করোনা আবহে লকডাউন ভীতি কাজ করছে শেয়ার বাজারে (Share Market)। সে কারণেই দুই সূচকের ‘বুল রান’ কিছুটা হলেও স্লথ। দ্বিতীয় সংক্রমণের ঢেউয়ের তোড়ে সেই স্বপ্নের গতিতে ছুটছে না সেনসেক্স-নিফটি। কিন্তু করোনা আবহে ওষুধ নির্মাতা ও জীবন বিমা সংস্থাগুলির সার্বিক ফল ভাল। শেয়ার বাজারে ক্রমাগত উঁচু গ্রাফ এই সংস্থাগুলির। করোনা আবহে ক্রমাগত উৎপাদন বাড়াতে হচ্ছে সংস্থাগুলিকে। আর সেই আশায় আসছে লগ্নিও। ফলস্বরূপ বাড়ছে ওষুধ নির্মাতা ও বিমা কোম্পানিগুলির শেয়ার। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

সান ফার্মাসিউটিক্যালের শেয়ারের এক মাসের হাল-হকিকত দেখলেই বিষয়টা সহজ হবে। ২৫ মার্চ বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার সময় সান ফার্মাসিউটিক্যালের শেয়ার দর ছিল ৫৭৫ টাকা ৭৫ পয়সা। ক্রমাগত বাড়তে বাড়তে ২০ এপ্রিল একই শেয়ার এসে দাঁড়িয়েছে ৬৪৩ টাকায়। ক্যাডিলা হেলথকেয়ারের ক্ষেত্রেও অঙ্কটা একই। ২৫ মার্চ বৃহস্পতিবার ক্যাডিলা হেলথকেয়ারের শেয়ার দর ছিল ৪২০ টাকা ২০ পয়সা। ক্রমাগত বাড়তে বাড়তে ২০ এপ্রিল সেই শেয়ার ৫৫৫ টাকা ৩০ পয়সা। এ বার ধরা যাক গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালের শেয়ার। ২৫ মার্চ বাজার বন্ধ হওয়ার সময় তা ছিল ৪৪৩ টাকা ৮০ পয়সা। আর ২০ এপ্রিল তা দাঁড়িয়েছে ৫৭১ টাকা ১৫ পয়সায়। এ ভাবেই শেয়ার দর বেড়েছে একাধিক ওষুধ নির্মাতা সংস্থার।

বিমা সংস্থার ক্ষেত্রেও একই প্রবণতা। আইসিআইসিআই প্রুডেনশিয়ালের ২৫ মার্চ শেয়ার দর ছিল ৪৩০ টাকা ৫ পয়সা। ২০ এপ্রিল তা এসে দাঁড়িয়েছে ৪৭৬ টাকা ৮০ পয়সায়। ২৫ মার্চ এসবিআই লাইফ ইনস্যুরেন্সের শেয়ার দর ছিল ৮৬৪ টাকা ১০ পয়সা। ২০ এপ্রিল তা ৯০০ টাকা ছাড়িয়েছে। মাঝে অবশ্য চড়াই উতরাই হয়েছে। তবে শেয়ার বিশেষজ্ঞরা বলছেন করোনা আবহে সামগ্রিক ভাবে বেশি লগ্নি এসেছে ওষুধ নির্মাতা ও বিমা কোম্পানিগুলিতে।

১৯ এপ্রিল কেন্দ্র জানিয়েছিল ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকে করোনা টিকা পাওয়ার উপযুক্ত হবেন। তার একদিন পর ঊর্ধ্বগমন দেখেছিল দেশের প্রায় সবকটি ওষুধ নির্মাতা কোম্পানিই। শেয়ার বাজারে বেড়েছিল তাদের দর। নিফটির ফার্মা সূচকে সবাইকে ছাড়িয়ে ৫২ সপ্তাহে সবচেয়ে উঁচুতে উঠেছিল ক্যাডিলা। পিছিয়ে ছিল না সান ফার্মাও।

আরও পড়ুন: শুধুমাত্র ১ টাকার নোটে সই থাকে না রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের, তাহলে সই করেন কে?

Next Article