AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Loan on UPI: এবার UPI দিয়েও লোন পাবেন, মুহূর্তেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা!

Loan on UPI: ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া ইতিমধ্যেই সমস্ত ইউপিআই ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার. ক্রেডিট লাইন ইস্যুয়ার ও থার্ড পার্টি অ্যাপ প্রোভাইডারদের ৩১ অগস্টের আগেই প্রয়োজনীয় পরিবর্তন করতে বলা হয়েছে।

Loan on UPI: এবার UPI দিয়েও লোন পাবেন, মুহূর্তেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা!
ফাইল চিত্র।
| Updated on: Jul 20, 2025 | 1:13 PM
Share

নয়া দিল্লি: আগামী মাস থেকেই ইউপিআই-তে আসতে চলেছে বড় বদল। এবার ইউপিআই-র মাধ্যমেও আপনি নিতে পারবেন লোন বা ঋণ। ইতিমধ্যেই ইউপিআই-র নিয়ামক সংস্থা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে প্রি-অ্যাপ্রুভ ক্রেডিট লাইনের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

কী পরিবর্তন হবে ইউপিআই-তে? আগামী মাস থেকে আপনি ইউপিআই-র মাধ্যমে ঋণ নিতে পারবেন। ফিক্সড ডিপোজিট, শেয়ার, বন্ড, গোল্ড বা প্রপার্টির বিনিময়ে ইউপিআই-তে ঋণ পেতে পারেন। সহজ কথায় বলতে গেলে, লোন অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই-র বিভিন্ন অ্যাপ, যেমন পেটিএম, ফোনপে বা জিপে লিঙ্ক করা যাবে।

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া ইতিমধ্যেই সমস্ত ইউপিআই ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার. ক্রেডিট লাইন ইস্যুয়ার ও থার্ড পার্টি অ্যাপ প্রোভাইডারদের ৩১ অগস্টের আগেই প্রয়োজনীয় পরিবর্তন করতে বলা হয়েছে।

ইউপিআই আগে পি২পি ট্রান্সজাকশনে প্রি-অ্যাপ্রুভড ক্রেডিট লাইনের সুবিধা দিত। এবার থেকে ব্যাঙ্কের ক্রেডিট লাইন ব্যবহার করে ক্যাশ উইথড্রল, পি২পি ট্রানজাকশন এবং পি২এম ট্রান্সজাকশন করা যাবে।

কীভাবে এই ঋণের সুবিধা পাওয়া যাবে?

ধরা যাক, আপনি দোকানের জন্য একটি বিজনেস লোন নিয়েছেন। এবার ২ লাখ টাকা দিতে হবে। আগে ব্যাঙ্ক ট্রান্সফার করতে হত এই টাকা, কারণ ইউপিআইয়ের সঙ্গে লোন অ্যাকাউন্ট লিঙ্ক করা যেত না। অগস্ট মাস থেকে বিজনেস লোন অ্যাকাউন্ট থেকে ইউপিআই পেমেন্ট করা যাবে। তবে কীভাবে এই পদ্ধতি পরিচালন হবে, সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনও ধারণা দেওয়া হয়নি।

ক্রেডিট লাইন কী?

ইউপিআই-তে প্রি-স্যাংশন ক্রেডিট লাইনের অর্থ হল ব্যাঙ্ক থেকে আগে থেকেই অ্যাপ্রুভ করা ক্রেডিট লাইন, যেখান থেকে আপনি ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে পারেন লেনদেনের জন্য। ক্রেডিট লাইন আগে থেকেই নির্ধারিত টাকার অঙ্ক, যা ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া যায়। এটি আপনার আয় বা ক্রেডিট স্কোরের উপরে নির্ধর করে।

তবে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে এখনও কিছু বাধ্যবাধকতা রয়েছে, যেমন একদিনে ইউপিআই-র মাধ্যমে সর্বাধিক ১ লাখ টাকা ব্যয় করা যায়। অন্যদিকে, সর্বাধিক ১০ হাজার টাকা তোলা যায়। একদিনে ২০টির বেশি পি২পি পেমেন্ট অর্থাৎ পারসন টু পারসন পেমেন্ট করা যায় না।

আগে ইউপিআই ব্যবহার করে একমাত্র ওভারড্রাফ্ট অ্য়াকাউন্ট বা রুপে ক্রেডিট কার্ড ব্যবহার করা যেত। ৩১ অগস্ট থেকে আরও সংযোজন করা হবে। এর মধ্যে-

  • ক্রেডিট অন ফিক্সড ডিপোজিট
  • ক্রেডিট অন বন্ড/শেয়ার
  • ক্রেডিট অন প্রপার্টি
  • ক্রেডিট অন গোল্ড
  • পার্সোনাল লোন
  • বিজনেস লোন
  • কিসান ক্রেডিট কার্ড লোন।