Vedanta: ১ লক্ষের ল্যাপটপ মিলবে মাত্র ৪০ হাজার টাকায়, যুগান্তকারী পরিবর্তন আনছে ‘মেড ইন ইন্ডিয়া’ সেমিকন্ডাক্টর

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 14, 2022 | 6:39 PM

Made in India semiconductors: এখন তাইওয়ান-কোরিয়া থেকে আমদানী করতে হয় সেমিকন্ডাক্টর। গুজরাটে ১.৫৪ লক্ষ কোটি টাকা ব্যয়ে বেদান্ত সংস্থার একটি নতুন সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করছে। এর ফলে যুগান্তকারী পরিবর্তন ঘটতে পারে ভারতের বৈদ্যুতিন যন্ত্রের বাজারে।

Vedanta: ১ লক্ষের ল্যাপটপ মিলবে মাত্র ৪০ হাজার টাকায়, যুগান্তকারী পরিবর্তন আনছে মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর
গুজরাটে ১.৫৪ লক্ষ কোটি টাকা ব্যয়ে নতুন সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করছে বেদান্ত সংস্থা

Follow Us

আহমেদাবাদ: আগামী দুই বছরের মধ্যে ভারতে একধাক্কায় অনেকটা কমতে পারে ল্যাপটপ, মোবাইলের দাম। কতটা? যে ল্যাপটপগুলি এখন ১ লক্ষ টাকা মূল্য দিয়ে কিনতে হয়, সেগুলি দাম নেমে আসতে পারে ৪০ হাজার টাকায়। এমনই দাবি করেছেন বেদান্ত সংস্থার চেয়ারম্যান অনিল আগরওয়াল। ফক্সকন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে গুজরাটে ১.৫৪ লক্ষ কোটি টাকা ব্যয়ে বেদান্ত সংস্থার একটি নতুন সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করছে। দেশে সেমিকন্ডাক্টর উৎপাদন তৈরি করা শুরু হলে, বিদেশ থেকে আর আমদানী করতে হবে না। ফলে, ল্যাপটপ-মোবাইল ফোনের মতো সেমিকন্ডাক্টর ব্যবহার করে তৈরি পণ্যগুলির দামে আকাশপাতাল পরিবর্তন ঘটতে পারে।

গত ১২ সেপ্টেম্বর গুজরাট সরকারের সঙ্গে বেদান্ত এবং ফক্সকন সংস্থা ১.৫৪ লক্ষ কোটি টাকার একটি নতুন কারখানা স্থাপনের বিষয়ে একটি সমঝোতা চুক্তি বা মউ স্বাক্ষর করেছে। বর্তমানে ভারতে সেমিকন্ডাক্টর আমদানী করা হয় তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া থেকে। কিন্তু গুজরাটের কারখানাটি তৈরি হলে, দেশেই তৈরি হবে সেমিকন্ডাক্টর। প্রসঙ্গত, বর্তমান সময়ের যে কোনও বৈদ্যুতিন যন্ত্রেই সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। ফক্সকন সংস্থা-র সঙ্গে যৌথ উদ্যোগে এই কারখানাটি স্থাপন করার বিষয়ে দীর্ঘদিন ধরেই কথা চলছিল বেদান্তর। অবশেষে সেই কারখানা স্থাপনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর, এই কারখানা ভারতের বৈদ্যুতিন যন্ত্রের বাজারে আমূল পরিবর্তন আনতে চলেছে বলে দাবি করেছেন বেদান্তর চেয়ারম্যান অনিল আগরওয়াল।

সিএনবিসি-টিভি১৮’কে দেওয়া এক সাক্ষাতকারে অনিল আগরওয়াল বলেছেন, “আজ, একটি ল্যাপটপের দাম ১ লক্ষ টাকা। একবার ভারতে গ্লাস এবং সেমিকন্ডাক্টর চিপ পাওয়া গেলে একই ল্যাপটপ ৪০,০০০ টাকা বা তার কম হতে পারে। বর্তমানে তাইওয়ান এবং কোরিয়াতে যে গ্লাস তৈরি হচ্ছে তা খুব শীঘ্রই ভারতেও তৈরি করা হবে।” তিনি আরও জানিয়েছেন, গুজরাটের পর বেদান্ত সংস্থা মহারাষ্ট্রেও সেমিকন্ডাক্টর ও গ্লাস উত্পাদন কেন্দ্র স্থাপন করবে। তিনি আরও জানিয়েছেন, ফক্সকন ও বেদান্তর এই যৌথ উদ্যোগের জন্য অর্থায়নের কোনও অভাব নেই। “এমন একটিও প্রতিষ্ঠান নেই যারা আমাদের অর্থায়ন করতে চায় না।” তিনি আরও জানিয়েছেন, বেদান্তর ৩৮ শতাংশ ইকুইটি কিনছে ফক্সকন। তাই টাকা কখনই বাধা হয়ে দাঁড়াবে না। আগামী ২ বছরের মধ্যেই বেদান্ত-ফক্সকনের এই কারখানায় উৎপাদন শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

Next Article